বছরের বাকি এগারোটা মাস থেকে পুরোপুরিই আলাদা রোজার এ সময়টা।
রমজান মানেই ইফতারের জন্য হরেক রকমের সরবত, খেজুর, ছোলা, মুড়ি, পিয়াজু, বেগুনি, জিলাপি, হালিমের পশরা সাজিয়ে একসাথে সবাই মিলে আযানের জন্য অপেক্ষা। চারিদিকে উৎসবের আমেজ। চরম বাজখাই স্বভাবের মানুষও রাস্তাঘাটে মিষ্টি করে কথা বলে ফেলেন সবার সাথে। ওদিকে আবার যারা রোজা রাখেন না, সকাল-দুপুরে একটা খাবারের দোকান খুঁজে পেতে কম ঝক্কি পোহাতে হয় না তাদের।
রোজার দিনগুলো কিভাবে কাটে? ইফতারে কার কী ভালো লাগে? বাংলাদেশের রমজান সংস্কৃতির কোন দিকগুলো পছন্দ, কী বা অপছন্দ? - এসব নানান কিছু নিয়ে আমরা কথা বলেছি কয়েকজন ঢাকাবাসীর সাথে।
ভয়েস অফ আমেরিকার জন্য প্রতিবেদনটি তৈরি করেছেন সাকিব প্রত্যয়।