বাংলাদেশের সবচেয়ে বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজারের কয়েকটি ভবনে লাগা আগুন ভয়াবহ আকার ধারণ করে দিনভর তাণ্ডব চালিয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ছয়টা দশ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার খবর পেলেও প্রায় সারা দিনেও তা নেভাতে পারেননি। অথচ এই মার্কেটের হাত বিশেক দূরেই ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়।
এদিন সকাল নয়টার আগে বঙ্গবাজারে যান ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক অমৃত মলঙ্গী। তিনি দেখেছেন প্রায় সাত ঘণ্টা ধরে দাবানলের মতো আগুন জ্বলেছে। এরপর তীব্রতা কিছুটা কমে। দুপুর সাড়ে বারোটা নাগাদ বঙ্গমার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসলেও তা ছড়িয়ে পড়ে পুলিশ সদর দপ্তর এবং পাশের এনেক্সকো ভবনে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন দুপুরের পরপর আগুন নিয়ন্ত্রণে আনার কথা বললেও সন্ধ্যা পর্যন্ত আগুন দেখা গেছে। কয়েকটি কক্ষে নতুন করে আগুন লেগেছে।
দোকান মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগুনে প্রায় ৫ হাজার দোকান পুড়েছে। ঘুরে দাঁড়াতে ব্যবসায়ীদের জন্য তারা ৭০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।