ভারতের মধ্য প্রদেশের ইন্দোরের একটি মন্দির প্রাঙ্গণে কূপের ঢাকনা ধসে বৃহস্পতিবার অন্তত ৩৫ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। একজন এখনো নিখোঁজ
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন,"কূপে ওঠার সিঁড়িটি ঢেকে রাখা হয়েছিল তবে ভিড় এবং অতিরিক্ত ওজনের কারণে ঢেকে দেওয়া সিমেন্টেরস্ল্যাবটি ধসে পড়েছিল।
কূপটি অনেক বছর ধরে ব্যবহার করা হয়নি।
সেনা কর্মীসহ কয়েক ডজন জরুরি কর্মীকে সেই স্থানে ডাকা হয়েছে। ঐ মন্দিরে উপাসকরা দেবতা রামের জন্য একটি উত্সব উদযাপন করছিলেন।