বৃহস্পতিবার একটি আইন প্রয়োগকারী সুত্র জানিয়েছে অশ্লীল কর্মের জন্য বিখ্যাত ব্যক্তি স্টর্মি ড্যানিয়েলসকে তথ্য গোপন করতে অর্থ প্রদানের অভিযোগে ম্যানহাটানের গ্র্যান্ড জুরি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পককে দোষী করেছন। ট্রাম্পই হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি ফোজদারি অভিযোগ অভিযুক্ত হলেন যদিও তিনি আগামিতে প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর ইচ্ছা রাখেন।
ম্যনহাটানের ডেমক্র্যাটিক ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগের নেতৃত্বে পরিচালিত তদন্তের ফলে এই অভিযোগ আনা হয়েছে। মনে করা হচ্ছে এর ফলে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন নতুন মোড় নিতে পারে। ট্রাম্প এর আগে বলেছিলেন যে তাৎর বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনলেও তিনি রিপাবলিকান দলের মনোনয়ন পেতে প্রচার অভিযান চালিয়ে যাবেন।
তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছ তাঁর দোষী সাব্যস্ত হবার বিষয়টি সম্ভবত আগামি দিনগুলিতে ঘোষনা করা হবে। তখন আঙ্গুলের ছাপ দেওয়া এবং অন্যান্য প্রক্রিয়ার জন্য ট্রাম্পকে ম্যানহাটানে যেতে হবে।
ব্র্যাগের দপ্তর এবং ট্রাম্পের একজন আইনজীবি মন্তব্য দেয়ার অনুরোধে তাৎক্ষনিক ভাবে সাড়া দেননি।
জানুয়ারি মাসে ব্র্যাগের নেতৃত্বে গঠিত গ্রান্ড জুরি ,২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচেনর আগে ড্যানিয়েলসকে অর্থ প্রদানের ব্যাপারে ট্রাম্পের ভূমিকা সম্পর্কে স্বাক্ষ্য প্রদান নেয়া শুরু করেন। ড্যানিয়েলস হচ্ছেন প্রাপ্ত বয়স্কদের জন্য ছবির পরিচালক ও অভিনেত্রী। তাঁর প্রকৃত নাম স্টিফেনি ক্লিফর্ড । তিনি বলেন ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন মিলনের কথা গোপন রাখতে তিনি ট্রাম্পের কাছ থেকে অর্থ নেন। ট্রাম্প অবশ্য যৌন সম্পর্কের কথা অস্বীকার করেছেন।