চীনের নেতৃত্বাধীন নিরাপত্তা ব্লকের সঙ্গে সৌদি আরবের অংশীদারিত্ব

ফাইল ছবি -২০২১ সালের ১৭ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবেতে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের সময় একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে অংশগ্রহণকারীরা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কথা বক্তব্য শুনছেন।

বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে দেশটি "সংলাপের অংশীদার" হিসাবে সাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দিতে সম্মত হয়েছে। এই পদক্ষেপটি চীনের সাথে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্কের সর্বসাম্প্রতিক ইঙ্গিত।

২০০১ সালে পশ্চিমা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে দাঁড়াবার জন্য একটি রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা সংস্থা হিসাবে সাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল।


চীন ছাড়াও, এর আট সদস্যের মধ্যে ভারত, পাকিস্তান এবং রাশিয়ার পাশাপাশি চারটি মধ্য এশিয়ার দেশ রয়েছে: কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তান।

মঙ্গলবার সৌদি সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, বাদশাহ সালমানের সভাপতিত্বে সৌদি মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।

জানানো হয়, এই পদক্ষেপটি রিয়াদকে "সাংহাই সহযোগিতা সংস্থার সংলাপ অংশীদারের মর্যাদা" দেবে।

পর্যবেক্ষক বা সংলাপ অংশীদার মর্যাদা সহ অন্যান্য দেশগুলির মধ্যে মিশর, ইরান এবং কাতার রয়েছে।


এ দিকে ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত পাটেল, সৌদি আরবের এই পদক্ষেপের গুরুত্বকে খাটো করে দেখেন এবং বলেন এমনটাই দীর্ঘিদন ধরে আশা করা হয়েছিল।

পাটেল বলেন, “ প্রতিটি দেশের তার নিজস্ব সম্পর্ক রয়েছে”।