কোভিড অরিজিনস ডিক্লাসিফিকেশন বিলে স্বাক্ষর করেছেন বাইডেন

ফাইল ছবি-চীনের হুবেই প্রদেশের উহানে, কোভিড-১৯ এর উৎস তদন্তের দায়িত্বপ্রাপ্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিমের পরিদর্শনকালে নিরাপত্তা কর্মীরা উহান ইন্সটিটিউট অফ ভাইরোলোজির বাইরে নজর রাখছেন। ৩ ফেব্রুয়ারি, ২০২১।

সোমবার প্রেসিডেন্ট জো বাইডেন একটি দ্বিদলীয় বিলে স্বাক্ষর করেছেন। এই বিল ফেডারেল সরকারকে মহামারী শুরু হওয়ার তিন বছরের বেশি সময় পর কোভিড-১৯ এর উৎস সম্পর্কে যতটা সম্ভব গোয়েন্দা তথ্য প্রকাশ করার অনুমতি দিয়েছে।

আইনটি যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ এবং সিনেট উভয় কক্ষে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। আইনটি চীনের উহান ইন্সটিটিউত অফ ভাইরোলোজি সম্পর্কিত তথ্য প্রকাশ করার জন্য জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়কে নির্দেশনা দিয়েছে। আইনে, সেখানে করা গবেষণা এবং কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের মধ্যে “সম্ভাব্য যোগসূত্রের” উল্লেখ করেছে। কোভিড-১৯ কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের ১১ মার্চ মহামারী হিসেবে ঘোষণা করে। আইনটি সংবেদনশীল উৎস এবং পদ্ধতিগুলোকে সুরক্ষা করার জন্য সংশোধনের অনুমতি দিয়েছে।

এই মারণ-ভাইরাস কোন পরীক্ষাগার থেকে নিসৃত, নাকি প্রাণীদের থেকে একটি সংক্রমিত হয়েছে, এ নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দপ্তরগুলোর মধ্যে মতভেদ রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস মহামারীটির আসল উৎস অনেক বছর ধরেই অজানা থাকবে; হয়তো কখনো জানা যাবে। করোনা ভাইরাস যুক্তরাষ্ট্রে ১ কোটি ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। এ ছাড়া, সারা বিশ্বে আরো লক্ষাধিক মানুষ মৃত্যু বরণ করে।

বাইডেন এক বিবৃতিতে বলেছেন যে তিনি আইনটিতে স্বাক্ষর করতে পেরে আনন্দিত।

তিনি বলেন, “আমার প্রশাসন উহান ইন্সটিটিউট অফ ভাইরোলজির সঙ্গে সম্পর্কিত কোভিড-১৯ এর উৎস সংশ্লিষ্ট ককল গোপন তথ্যের পর্যালোচনা অব্যহত রাখবে।” তিনি বলেন, “এই আইনটি কার্যকর করার সময় আমার প্রশাসন জাতীয় নিরাপত্তার ক্ষতি করতে পারে এমন তথ্য প্রকাশ থেকে বিরত থাকার জন্য, আমার সাংবিধানিক কর্তৃত্বের সাথে যতটুকু সামঞ্জস্যপূর্ণ ততটুকু তথ্যকে প্রকাশ করবে এবং সরবরাহ করবে।”