"সবাইতো সুখী হতে চায়।" কারো সুখ অর্জনে, কারো বিসর্জনে। কেউ নিত্য নতুন শাড়ি, গাড়ি বা বাড়ি কিনে সুখ পায়, আবার কারো সুখ নিহিত প্রিয়জনের মুখের হাসিতে। তবে শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য যে সুখের জন্য অপরিহার্য, তা নিয়ে দ্বিমত নেই কারোরই।
কিসে সুখ আসে? কী পেলে সবচেয়ে সুখী হই আমরা? সম্প্রীতি, শান্তি কিংবা সমৃদ্ধির সঙ্গে সুখের সম্পর্কটাই বা কী?
সুখের সন্ধানে আমরা চলে এসেছি সদা ব্যস্ত ঢাকা মহানগরীতে, কথা বলেছি নানান বয়সের মানুষের সাথে।