তুরস্কের ভূমিকম্প কবলিত অঞ্চলে আকস্মিক বন্যায় ১৪ জন নিহত 

তুরস্কে আকস্মিক বন্যা

তুরস্কের ভূমিকম্প কবলিত অঞ্চল জুড়ে বুধবার আকস্মিক বন্যায় তাঁবু ও কন্টেইনারে নির্মিত আবাসনগুলোতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে ফলে নির্বাচনের আগে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ওপর চাপ সৃষ্টি করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকজন পানির স্রোতে ভেসে গেছে। গত মাসে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে রাস্তাঘাট কর্দমাক্ত নদীতে পরিণত হয়েছে।

৬ ফেব্রুয়ারির দুর্যোগে তুরস্কে ৪৮ হাজারেরও বেশি এবং সিরিয়ায় প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারায় ।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি প্রদেশ জুড়ে ভূমিকম্পে প্রাণে রক্ষা পাওয়া লক্ষ লক্ষ মানুষকে তাঁবু ও কন্টেইনার নির্মিত ঘরে সরিয়ে নেওয়া হয়েছে।

এই অঞ্চলে মঙ্গলবার প্রচণ্ড বৃষ্টি হয় এবং আবহাওয়া বিভাগ আশংকা করছে যে বুধবার গভীর রাত পর্যন্ত বৃষ্টিপাত হবে।

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়া সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে সানলিউরফায় বন্যায় ১২ জনের মৃত্যু হয়েছে।

সানলিউরফার নিকটবর্তী আদিয়ামানে এক বছরের এক শিশুসহ দু'জনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন নিখোঁজ রয়েছেন।

অনেক ছবিতে বন্যায় গাড়ি ভেসে যেতে এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের অস্থায়ী আবাসনগুলো প্লাবিত হতে দেখা যায়।

একটি ভাইরাল ভিডিওতে স্যুট ও টাই পরা এক ব্যক্তি সাহায্যের জন্য পানিতে আসবাবপত্র ধরে ভেসে থাকা অবস্থায় স্রোতে ভেসে যেতে দেখা যায়। তার ভাগ্যে কি ঘটেছে তা এখনো অজানা।

সানলিউরফার গভর্নরের কার্যালয় থেকে জানিয়েছে, ঐ অঞ্চলের প্রধান হাসপাতালের নিচতলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে।