বাংলাদেশে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ ৬ জন নিহত হয়েছেন। দিনাজপুরে ট্রাক চাপায় মুক্তিযোদ্ধা, চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী, ভোলায় স্ত্রীর রক্তদাতাকে বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে ট্রাকচাপায় স্বামীর, পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং রাজধানী ঢাকায় প্রাইভেটকারের ধাক্কায় কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নিহত হয়েছেন।
দিনাজপুরে ট্রাক চাপায় মুক্তিযোদ্ধা নিহত
দিনাজপরে ট্রাকের ধাক্কায় এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ৯টায় পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ার পাথরখনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুক্তিযোদ্ধা শাহাদত আলী (৭০) পাবর্তীপুর উপজেলার মধ্যপাড়া পাথরখনি এলাকার পালপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের রাস্তায় মুক্তিযোদ্ধা শাহাদত আলীকে একটি ট্রাক চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলে নিহত হন তিনি। ঘটনার স্থানীয় কয়েকজন ট্রাকসহ ট্রাকচালককে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।
মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) হারুন উর রশিদ বলেন, “ঘটনার পর স্থানীয়রা ট্রাকচালককে আটক করতে সক্ষম হয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।
চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় গ্রীন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বানিয়াছড়ায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইমন চৌধুরী।
নিহতরা হলেন—হাফেজ মোহাম্মদ ইসমাঈল সিদ্দীকি ও আরমান শাকিল। তাঁদের বাড়ি বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায়।
ইমন চৌধুরী বলেন, “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া অংশে কক্সবাজারগামী গ্রীন লাইন পরিবহনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গ্রীন লাইনের গাড়ি এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে”।
পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
স্ত্রীর রক্তদাতাকে বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
ভোলায় নবজাতক সন্তান ও স্ত্রীকে হাসপাতালে রেখে স্ত্রীর সিজার অপারেশনে রক্তদাতাকে বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে ট্রাকচাপায় স্বামীর মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সামসুর রহমান শুভ (২৮) তজুমদ্দিন উপজেলা সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাপড়ি গ্রামের মো. মোসলেহ উদ্দিনের ছেলে।
তিনি ঢাকা থেকে প্রকাশিত মাতৃজগৎ পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার রাতে ভোলা সদর হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন শুভর স্ত্রী। তখন তাঁর স্ত্রীর রক্তশূন্যতা দেখা দেওয়ায় রক্তের প্রয়োজন হওয়ায় তিনি একজন রক্তদাতাকে হাসপাতালে নিয়ে আসেন। রক্ত দেওয়া শেষে ওই রক্তদাতাকে তিনি বাড়িতে পৌঁছে দিয়ে হাসপাতালে ফেরার পথে ভোলা বাসস্ট্যান্ডে পৌঁছলে পেছন দিক থেকে একটি ট্রাক এসে তাঁকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর নিহত হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বুড়াবুড়ি মান্দুলপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুমাইয়া আকতার মিম (১০) একই এলাকার মনসুর আলীর মেয়ে এবং বুড়াবুড়ি কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
এ সময় আহত হন মিমের চাচা ফজলুল হক ও মিমের ছোট ভাই মুস্তাকিম।
স্থানীয়রা জানান, বুধবার সকালে মিম তার চাচা ফজলুল হকের মোটরসাইকেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে বুড়াবুড়ি বাজারসংলগ্ন এলাকায় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মিম সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী মিমের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “ভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন”।
ঢাকায় প্রাইভেটকারের ধাক্কায় কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নিহত
রাজধানী ঢাকার মাতুয়াইল এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন (৫০) কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা। তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শাহাদাত হোসেনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।