দাম বেড়ে চলেছে সবকিছুর। রাশিয়া ইউক্রেন যুদ্ধের দীর্ঘসূত্রিতা বিশ্বকে ঠেলে দিচ্ছে প্রবল অর্থনৈতিক মন্দার দিকে। জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বাংলাদেশের সিংহভাগ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যেতে বসেছে। খরচ সামলাতে অনেকেরই ত্রাহি ত্রাহি অবস্থা।
"কেমন কাটছে সাধারণ মানুষের দিনগুলো? দ্রব্যমূল্যের এ লাগামহীন ঊর্ধ্বগতি কিভাবে নিরসন করা যায়?" - এসব নানান বিষয় নিয়ে আমরা কথা বলেছি কিছু ঢাকাবাসীর সাথে।
সাকিব প্রত্যয়ের রিপোর্ট।