নাবসুলের কাছে উত্তর পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যদের ওপর গুলি চালানোর পর তিন ফিলিস্তিনি বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার ইসরাইলি সেনাবাহিনী এই সংবাদ জানায়। ওই অঞ্চলে সহিংসতা অব্যাহত রয়েছে।
সামরিক বাহিনী বলেছে, “সশস্ত্র বন্দুকধারীরা নাবলুসের পশ্চিমে জিট জংশনের কাছে একটি সেনা অবস্থানে সৈন্যদের ওপর গুলি চালায়”, সৈন্যরা “তাৎক্ষণিকভাবে গুলি” করে জবাব দেয়।
সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “গুলি বিনিময়ের সময় তিনজন সশস্ত্র বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা হয় এবং একজন অতিরিক্ত সশস্ত্র বন্দুকধারী নিজে বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
গত বছর সহিংতা তীব্র হয় কিন্তু ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অতি-গোঁড়া ইহুদি এবং চরম-ডান মিত্রদের সাথে একটি শাসক জোটে ডিসেম্বরে ক্ষমতায় ফিরে আসার পর থেকে পশ্চিম তীরের অবস্থার আরও অবনতি ঘটছে।
বছরের শুরু থেকে ইসরাইলি-ফিলিস্তিনি সংঘাতে জঙ্গি এবং বেসামরিক ব্যক্তিসহ ৮১ জন ফিলিস্তিনি প্রাপ্তবয়স্ক এবং শিশু নিহত হয়েছে।
উভয় পক্ষের সরকারি সূত্রের ওপর ভিত্তি করে এএফপি-র তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে তিন শিশুসহ বারোজন ইসরাইলি বেসামরিক নাগরিক এবং একজন পুলিশ সদস্য এবং একজন ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছে।