সৌদি আরব-ইরানের সাম্প্রতিক সম্পর্ক ইসরাইলের আরব নীতিতে নয়া মোড় যোগ করেছে

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানি (ডানে), সৌদি আরবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাদ বিন মোহাম্মদ আল-আইবানের (বামে) সাথে করমর্দন করছেন।পাশে দাঁড়িয়ে আছেন চীনের সবচেয়ে জ্যেষ্ঠ কূটনীতিক ওয়াং ই; ১১ মার্চ ২০২৩।

বিশ্লেষকরা বলেছেন, ইরানের সাথে সম্পর্ক পুনঃস্থাপনে সৌদি আরবের আকস্মিক পদক্ষেপ, ইসরাইলের সাথে দেশটির নাজুক কূটনৈতিক তৎপরতায় একটি নতুন, জটিল আবরণ যুক্ত করেছে।ইসরাইল তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির একটি স্বাভাবিকীকরণ চুক্তি হোক তাই প্রত্যাশা করে।

রিয়াদ এবং তেহরান শুক্রবার ঘোষণা করেছে যে সম্পর্ক ছিন্ন করার সাত বছর পর তারা দুই মাসের মধ্যে দূতাবাস এবং মিশন পুনরায় খুলতে যাচ্ছে।এছাড়া, ২০ বছরের বেশি সময় আগে স্বাক্ষরিত নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা চুক্তিও বাস্তবায়ন করবে দুই দেশ।

চীন মধ্যস্থতার এই চুক্তি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরাইলে তীব্র সমালোচনা উস্কে দিয়েছে। তিনি এর আগে পরিষ্কার জানিয়েছিলেন যে তার মনোযোগের কেন্দ্রে রয়েছে ইরানের বিরুদ্ধে একটি আঞ্চলিক জোটের অংশ হিসেবে সৌদি আরবকে ইসরাইলের পক্ষে নিয়ে আসা।

সৌদি বিশ্লেষক আজিজ আলগাশিয়ান বলেছেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য জোটের অংশ হিসেবে সৌদি আরব ইসরাইলের প্রতি একচেটিয়াভাবে আগ্রহী ছিলো; এমন ধারণা কখনো গভীরভাবে বিশ্লেষণ করে দেখা হয়নি।

ইসলামের পবিত্রতম স্থান মক্কা ও মদিনার অবস্থান সৌদি আরব। দেশটি দীর্ঘদিন ধরে বলেছে যে, ইসরাইলকে তাদের স্বীকৃতি দেওয়া নির্ভর করছে, ফিলিস্তিনিদের সাথে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ওপর।

এই সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন প্রকাশ করেছে যে রিয়াদ ইসরাইলের সাথে একটি চুক্তির বিনিময়ে, যুক্তরাষ্ট্র থেকে নিরাপত্তার নিশ্চয়তা এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সয়াহতার জন্য পোপনে চেষ্টা করছে।

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের সৌদি রাজনীতির বিশেষজ্ঞ উমর করিম বলেছেন, এই বছরের ইসরাইলি-ফিলিস্তিনি সহিংসতা, খুব স্বল্প সময়ের মধ্যে এ বিষয়ে প্রকাশ্য অগ্রগতিকে অসম্ভ করে তুলেছে।