প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধসে বাড়িঘর চাপা পড়ার পর, সোমবার ইন্দোনেশিয়ার নাতুনা অঞ্চলে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে।
রিয়াউ দ্বীপপুঞ্জের দুর্যোগ কর্মকর্তা জুনাইনাহ বলেছেন, নিহতের এই সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে ওই এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এক নামে পরিচিত জুনাইনাহ বলেন, "আবহাওয়া বদলাচ্ছে। বাতাস এখনও প্রবলভাবে বইছে। এছাড়া জোয়ারের ঢেউ বেশ উত্তাল।"
সংস্থাটি বলেছে, বেঁচে থাকা লোকদের সেরাসান অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, এবং ইতোমধ্যে একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল ওই এলাকায় পাঠানো হয়েছে।
এজেন্সির শেয়ার করা ছবিতে, ভারী বৃষ্টিতে কাদার মধ্যে ছাদ এবং গাছগুলিকে ছড়িয়ে থাকতে দেখা গেছে।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাটি একটি প্রত্যন্ত দ্বীপে অবস্থিত, যেটি নাতুনার রাজধানী শহর থেকে নৌকায় প্রায় পাঁচ ঘণ্টার পথ।