জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা বলছে,ইরানের অঘোষিত স্থানে পাওয়া ইউরেনিয়াম কণার বিষয়ে দীর্ঘদিন ধরে থমকে থাকা তদন্তে সহায়তা করার গভীর আশ্বাস দিয়েছে ইরান।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান ও ইরান, সংস্থটির প্রধান রাফায়েল গ্রসির তেহরান সফরের পর একটি যৌথ বক্তব্য প্রকাশ করেছে। সংস্থাটির ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের বৈঠকের ২ দিন আগে এই বিবৃতি প্রকাশিত হল।
কূটনীতিকরা বলছেন, বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি, তবে দু পক্ষের মধ্যে সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা দেখা যেতে পারে। তারা সম্ভবত সহযোগিতা করার আদেশ দিয়ে আরেকটি প্রস্তাবের মাধ্যমে পশ্চিমা চাপকে থামিয়ে দিতে পারে। ইরান যদিও এর আগে একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল, যা খুব একটা ফলপ্রসূ হয়নি।
অবতরণের পরপরই ভিয়েনা বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে গ্রসি বলেন, তথ্য, অবস্থান এবং মানুষের অ্যাক্সেস দেওয়ার কথা বলেছে ইরান ।
ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তির অধীনে স্থাপন করা অতিরিক্ত পর্যবেক্ষণ সরঞ্জাম পুনরায় স্থাপনের অনুমতি দেবে। ২০১৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শাসনামলে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসার পর গত বছর চুক্তিটি বাতিল করা হয়।
গ্রসি আশাবাদ ব্যক্ত করেন, আইএইএ এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে ইরানে ফলো-আপ আলোচনা "খুব, খুব শিগগিরই" হবে।