ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ভবনের তিনটি তলা ধ্বংস করেছে এবং উদ্ধার অভিযান চলছে।
বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার বাহিনী বাখমুত শহরে “অগ্রগতি এবং যুদ্ধ অব্যাহত রেখেছে”। বাখমুতে কয়েক মাস ধরে ভয়াবহ রকমের যুদ্ধ চলছে।
বুধবার ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, কিয়েভ বাখমুতে আরও সেনা পাঠিয়েছে। রাশিয়ার বাহিনী ধীরে ধীরে সেখানে তাদের অবস্থান শক্তিশালী করেছে। তবে কতজন সৈন্য সেখানে মোতায়েন করা হয়েছে অথবা শহর রক্ষার জন্য যোদ্ধা হিসেবে বা ইউক্রেন পিছু হটার সিদ্ধান্ত নিলে লজিস্টিক সহায়তা হিসেবে কীভাবে তাদেরকে ব্যবহার করা হবে সে সম্পর্কে তিনি কিছু বলেননি।
বাখমুতে মৃতের সংখ্যা উভয় পক্ষের জন্যই বিপুল। ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে কিন্তু রাশিয়ার সেনা শক্তিবৃদ্ধি বাখমুতের চারপাশের গ্রাম এবং শহরগুলো দখল করতে এবং তিন দিক থেকে ঘিরে রাখার সুযোগ করে দিয়েছে।
ওয়াগনার গ্রুপের সৈন্যরা বাখমুত এবং এর আশেপাশে রাশিয়ার বেশিরভাগ যুদ্ধ করেছে। এটি একটি ভাড়াটে আধাসামরিক বাহিনী যেটির মালিক ইয়েভগানি প্রিগোজিনের পুতিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।