ব্রাজিলের বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে ৫৭-তে পৌঁছেছে

ব্রাজিলের উপকূলীয় শহর সাও সেবাস্তিওর সমুদ্রতটে উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছেন। ২২ ফেব্রুয়ারি, ২০২৩

সরকারি তথ্য অনুযায়ী, ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের সাও পাওলো রাজ্যের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগে মৃতের সংখ্যা শুক্রবার বেড়ে ৫৭ জনে পৌঁছেছে। গত সপ্তাহান্ত থেকে তুমুল বৃষ্টিপাতের কারণে ব্রাজিলের সবচেয়ে ধনাঢ্য এই রাজ্যের উপকূলীয় শহরগুলোতে ভূমিধ্বস ও বন্যার সৃষ্টি হয়।এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাও সেবাস্তিও শহর। নিহতদের ৫৬ জনই এ শহরের বাসিন্দা।

সাও পাওলো রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের সন্ধানে উদ্ধার কার্যক্রম চলছে।এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

চাপ এড়ানোর লক্ষ্যে, স্থানীয় সরকার এ অঞ্চলের শহরগুলোতে পর্যটকদের আপাতত না আসার অনুরোধ জানিয়েছে। এছাড়া, উপকূলীয় অঞ্চলে খাদ্য, পানি, জ্বালানি ও অন্যান্য নিত্যপণ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার।

ভুক্তভোগীদের উদ্ধারে সহায়তা করতে বৃহস্পতিবার ব্রাজিলের নৌবাহিনীর একটি জাহাজ সাও সেবাস্তিও শহরে এসে পৌঁছেছে। এই জাহাজটি একটি জরুরি ফিল্ড হাসপাতাল হিসেবে কাজ করবে। এতে হেলিকপ্টার, অবতরণ যান ও হাসপাতাল শয্যার সুবিধা রয়েছে।

আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী ওয়ালদেজ গোয়েস শুক্রবার জানান, প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে এবং ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জন্য সব ধরনের সেবা নিশ্চিত করতে তাকে নির্দেশ দিয়েছেন।সরকার একইসঙ্গে “শহরের পুনর্গঠন ও পুনর্নির্মাণ” কাজ অব্যাহত রাখবে বলে জানান গোয়েস।