উত্তর কোরিয়া বলেছে যে তারা বৃহস্পতিবার চারটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মাধ্যমে উত্তর কোরিয়া তাদের লাগাতার ক্ষেপানস্ত্র উৎক্ষেপণ অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সামরিক উত্তেজনা ছড়াচ্ছে বলে অভিযোগ করে দেশটি এই ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন করলো।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, উত্তর করিয়ার পূর্ব উপকূলে সমুদ্রে একটি ‘পূর্ব নির্ধারিত লক্ষ্যস্থলে” আঘাত করার আগে চারটি হোয়াসাল -টু ক্রুজ মিসাইল প্রায় ২ ঘণ্টা ৫০ মিনিটে ২ হাজার কিলোমিটার অতিক্রম করে।
উত্তর কোরিয়ার সরকারি নাম ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়ার সংক্ষিপ্ত নাম ব্যবহার করে কেসিএনএ বলেছে, “ এই মহড়া, আবারো ডিপিআরকে এর পারমাণবিক শক্তি বৃদ্ধি এবং প্রতিকূল শক্তির বিরুদ্ধে তাদের মারাত্মক পারমাণবিক পাল্টা আক্রমণের সক্ষমতাকে প্রতিফলিত করে।”
বার্তা সংস্থা ইয়োনহোপ শুক্রবার জানিয়েছে, আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী রণতরী মোতায়েনের বিষয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া।
গত বুধবার যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানি যুদ্ধজাহাজগুলো একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়ায় অংশ নেয়।এমন ত্রিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সচরাচর দেখা যায় না।উত্তর কোরিয়া আরো আক্রমণাত্মক হয়ে ওঠার সাথে সাথে, এমন মহড়া বার বার অনুষ্ঠিত হচ্ছে।
গত সপ্তাহে এক বিবৃতিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং অঙ্গীকার করেছিলেন যে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যদি তাদের প্রতিকূল কর্মকাণ্ড অব্যহত রাখে, তবে তার দেশ প্রশান্ত মহাসাগরকে “ফায়ারিং রেঞ্জ” হিসেবে ব্যবহার করবে।