পেরুর সাবেক প্রেসিডেন্ট টলেদোকে হস্তান্তরে রাজি যুক্তরাষ্ট্র

পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেহান্দ্রো টলেদো ২০১৭ সালের ২৪ মে নিউইয়র্কে জাতিসংঘে ভাষণ দিচ্ছেন। (ফাইল ছবি)

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেহান্দ্রো টলেদোকে হস্তান্তর করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ। পেরুর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় এ খবর জানিয়েছে।

২০১৮ সাল থেকে টলেদোকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে পেরু। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পেরুর ক্ষমতায় ছিলেন টলেদো।

পেরু কর্তৃপক্ষের অভিযোগ, টলেদো ব্রাজিলের নির্মাণ সংস্থা ওডেব্রেক্টের কাছ থেকে ২ কোটি ডলার ঘুষ নিয়েছিলেন। তবে টলেদো ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।