রাশিয়ার ইউক্রেন আক্রমণের “দুঃখজনক বার্ষিকী” নিয়ে পোপ ফ্রান্সিসের ভাষণ

ভ্যাটিকানে সাপ্তাহিক ভাষণ দেওয়ার সময় পোপ ফ্রান্সিস ইউক্রেনের পতাকা হাতে শিশুদের শুভেচ্ছা জানান। ২২ ফেব্রুয়ারি ২০২৩।

পোপ ফ্রান্সিস বুধবার (২২ ফেব্রুয়ারি) ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ইউক্রেনে রুশ হামলার আসন্ন বর্ষপূর্তিকে “দুঃখজনক বার্ষিকী” হিসেবে উল্লেখ করেছেন।

পোপ তাঁর সাপ্তাহিক ভাষণে এই সংঘাতকে "অযৌক্তিক ও নিষ্ঠুর যুদ্ধ" বলে অভিহিত করেন।

পোপ বলেন, “আসুন আমরা ইউক্রেনের শহীদ জনগণের কাছে গিয়ে নিজেদেরকে জিজ্ঞেস করি: যুদ্ধ বন্ধ করার জন্য কি সম্ভাব্য সবকিছু করা হয়েছে? সংঘাতের অবসান ঘটাতে, যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য এবং শান্তি আলোচনা শুরু করার জন্য আমি দেশগুলোর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি”।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে পোপ ফ্রান্সিস বারবার শান্তির আহ্বান জানিয়ে আসছেন। আগ্রাসনের আগের দিন, তিনি সমস্ত পক্ষকে এমন যেকোনো পদক্ষেপ এড়ানোর আহ্বান জানিয়েছিলেন, যা কি না মানুষকে আরও ভোগাবে। তিনি বলেন, যুদ্ধের হুমকি “আমার হৃদয়ে প্রচণ্ড ব্যথার” সৃষ্টি করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত ও ১৬ জন আহত হওয়ার পর রাশিয়া বেসামরিক নাগরিকদের “নির্মমভাবে হত্যা” করছে বলে অভিযোগ করেছেন।

তবে রাশিয়া বেসামরিক নাগরিকদের লক্ষ্য করার কথা অস্বীকার করেছে।

আট মাস ধরে রুশ দখলদারিত্বের পর নভেম্বরে ইউক্রেন খেরসন পুনরায় দখল করে নেয়। যার ফলে রুশ বাহিনী গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পর দখল করা একমাত্র আঞ্চলিক রাজধানী ত্যাগ করতে বাধ্য হয়। তবে শহরটিতে মস্কোর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এএফপি এবং রয়টার্স থেকে নেওয়া হয়েছে।