বাইডেন প্রশাসন মঙ্গলবার একটি প্রস্তাব প্রকাশ করেছে। এটি নির্দিষ্ট কিছু অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইতে বাধা দেবে। আর, সরকারকে তাদেরকে দ্রুত বহিস্কার করার অনুমোদন দেবে। প্রস্তাবটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের প্রচেষ্টার অংশ। অভিবাসন সমর্থকরা ইতোমধ্যে এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন।
প্রস্তাবটির আওতায়, যে সব অভিবাসী যুক্তরাষ্ট্রে আসার জন্য যথাযথভাবে স্বীকৃত পথ ব্যবহার করেননি; অথবা যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে অতিক্রম করা অন্য কোন দেশে মানবিক আশ্রয় পেতে ব্যর্থ হয়েছেন, তারা অ্যাসাইলামের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।তবে কেউ ব্যতিক্রম কোনোকিছুর মাধ্যমে যোগ্য হলে, তারা অ্যাসাইলামের জন্য বিবেচিত হবেন।
যারা প্রস্তাবিত নিয়মের অধীনে সুরক্ষার জন্য বৈধ দাবি প্রতিষ্ঠা করতে পারবেন না তাদেরকে আর্টিকেল এইট কোডের অধীনে বহিষ্কার করা যাবে। অর্থাৎ, তাদেরকে দ্রুত বহিষ্কার প্রক্রিয়ার আওতায় রাখা হবে এবং যুক্তরাষ্ট্রে পুনঃপ্রবেশ করতে বাধা দেওয়ার সময় তাদের মেক্সিকো বা নিজের দেশে ফেরত পাঠানো হবে।
প্রস্তাবের সমালোচকরা এই বলে যুক্তি দেন যে, এটি ২০১৯ সালের অ্যাসাইলাম বিধিনিষেধেরই আরেকটি রূপ, যা সাবেক ট্রাম্প প্রশাসনের অধীনে প্রস্তাব করা হয়েছিলো। ঐ প্রস্তাব কার্যকর প্রক্রিয়া ফেডারেল আদালত বন্ধ করে দেয়।
যারা নিজ দেশে জাতি, ধর্ম, জাতীয়তা, রাজনৈতিক মতামত বা কোন নির্দিষ্ট গোষ্ঠীর সদস্য হওয়ার জন্য নিপীড়নের সম্মুখীন হন, যুক্তরাষ্ট্রের আইন এখনো আমেরিকার মাটিতে অবস্থান করলেই তাদেরকে আশ্রয় প্রদান করে। এমনকি তারা বিনা অনুমতিতে দেশে প্রবেশ করলেও তা করে থাকে।
প্রস্তাবটি কার্যকর হলে, এটি অভিবাসন সমর্থকদের দ্বারা আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।