বাংলায় কথা কই

Your browser doesn’t support HTML5

পৃথিবীতে আটাশ কোটির বেশি মানুষ বাংলায় কথা বলে। মাতৃভাষা হিসেবে বাংলার অবস্থান বিশ্বে পঞ্চম, বলছে ভাষা নিয়ে তথ্য সংগ্রহকারী সংস্থা ইথনোলগ।
বাংলা আজ শুধু বাঙালিরই মুখের ভাষা নয়, বহু ভিন্ন ভাষাভাষীও সাদরে বরণ করে নিয়েছে ভাষা শহীদদের অবদানে প্রতিষ্ঠিত বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলাকে।
"বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা," ভয়েস অফ আমেরিকাকে বলেন চীন থেকে বাংলাদেশে আসা শিক্ষার্থী ইয়াং মেই ফ্যং (২২)।
বাংলা ভাষা কেন, কিভাবে শেখা হল, বাংলা জানলে কী সুবিধা হয় - এসব নানান বিষয় নিয়ে আমরা কথা বলেছি মাতৃভাষা বাংলা নয়, বাংলাদেশে অবস্থানরত এমন কয়েকজনের সাথে।
ভয়েস অফ আমেরিকার জন্য প্রতিবেদনটি তৈরি করেছেন সাকিব প্রত্যয়।