কাশ্মীর থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী

কাশ্মীর থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী মাহাতো

চার হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে শান্তির বার্তা পৌঁছে দিতে ভারতের কাশ্মীর থেকে বাংলাদেশে এসেছেন ছাবিতা মাহাতো নামে এক তরুণী। তিনি ঘুরে দেখবেন রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ঢোকেন সাবিতা মাহাতো। পরে বাংলাদেশ ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষে জয়পুরহাটে উদ্দেশ্যে রওনা দেন তিনি।

ছাবিতা জানান, তার বাড়ি ভারতের কাশ্মীরে। নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা ভ্রমণ শেষে তিনি বাংলাদেশে ভ্রমণ করতে এসেছেন। প্রতিদিন ১৫০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে যাবেন তিনি।

তিনি আরও জানান, “বাংলাদেশ ও ভারত বন্ধুপ্রতীম দেশ।দুই দেশের মধ্যে সুসম্পর্ক আরো দৃঢ় করতে বাংলাদেশ সফর করতে এসেছি।”