তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু শুক্রবার জানিয়েছে, দক্ষিণ-পুর্ব তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ২৬০ ঘণ্টা পর, তুরস্কের উদ্ধারকারীরা একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এক কিশোরকে জীবিত উদ্ধার করেছে।
চোদ্দ বছর বয়সী ওসমান হালেবিয়েকে আন্তাকায়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে একই ভবনের ধ্বংসস্তূপ থেকে মেহমেত আলী সাকিরোগলু (২৬) এবং মুস্তাফা আভিসি (৩৩)-কে উদ্ধার করা হয়। সংবাদ সংস্থা ডিএইচএ এ সংবাদ জানায়। রয়টার্স জানায়, উদ্ধারের পর আভসি, পিতামাতার সাথে এক সেলফোন কলে তার নবজাতক সন্তানকে দেখে।
বিল্ডিং কোড ( নির্মাণ বিধি) এর প্রযোগ নেই, এমন সমালোচনার মধ্যেই তুরস্কে উদ্ধার অভিযান শুরু হয়।৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে হাজার হাজার ভবন ধসে পড়ে। এ ফলে বিপুল পরিমাণ ধ্বংসস্তূপের সৃষ্টি হয়।আর, এই ধ্বংসস্তূপের মধ্যেই উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছেন।
ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় ৪১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ।