ফিনল্যান্ড, সুইডেনের নেটোতে যোগদানে অনুমোদন দেয়ার জন্য তুরস্কের এখনই সময়ঃ নেটো মহাসচিব

নেটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ

নেটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বৃহস্পতিবার বলেছেন "এখন সময় এসেছে ফিনল্যান্ড এবং সুইডেন উভয়কেই জোটের নতুন সদস্য হিসেবে অনুমোদন দেয়ার"।

আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময়, স্টলটেনবার্গ বলেন, মূল বিষয় দুটি দেশকে একসাথে অনুমোদন দেয়া হচ্ছে কিনা তা নয়, বরং অনুমোদন "যত তাড়াতাড়ি সম্ভব" তা গুরুত্বপূর্ণ।

চাভুসওগলু বলেন, তুরস্ক দুটি আবেদন আলাদাভাবে মূল্যায়ন করতে পারে।

তুরস্ক এবং হাঙ্গেরি হল একমাত্র নেটো সদস্য যারা ফিনল্যান্ড এবং সুইডেনের যোগদানকে অনুমোদন করেনি। এটি এমন একটি প্রক্রিয়া যা অবশ্যই সর্বসম্মত হতে হবে।

গত বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ফিনল্যান্ড ও সুইডেন যোগদানের জন্য আবেদন করে।

তুরস্ক সুইডেন সম্পর্কে বেশি অনিচ্ছা প্রকাশ করেছে। তুরস্ক অভিযোগ করেছে যে তারা যাদের সন্ত্রাসী সংগঠন হিসাবে বিবেচনা করে, তাদের প্রতি সুইডেন সরকার খুব নমনীয়।

স্টলটেনবার্গ বৃহস্পতিবার বলেছেন যে সুইডেন এবং ফিনল্যান্ড উভয়ই তুরস্কের উদ্বেগ স্বীকার করে এবং এ বিষয়ে নীতি বাস্তবায়ন করেছে। জুলাই মাসে নেটো সম্মেলনে সন্ত্রাসবাদ একটি প্রধান বিষয় হবে।

তিনি বলেন, "এটি তুরস্কের সিদ্ধান্ত। এ ধরণের অনুমোদনের বিষয়ে তুরস্কের সরকার ও সংসদ সিদ্ধান্ত নেয়।"

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি থেকে নেয়া হয়েছে।