পশ্চিম তীরে ইসরাইলের বসতি অনুমোদনের 'জোরালো বিরোধিতা' করেছে পশ্চিমা শক্তিগুলো

ছবিতে ইসরাইল অধিকৃত জেরুজালেমের পূর্ব সেক্টরে ইহুদি বসতি রামাত শ্লোমোতে চলমান নির্মাণ কাজ দেখা যাচ্ছে। ৩০ ডিসেম্বর, ২০২২। ফাইল ছবি।

পাঁচটি পশ্চিমা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেছেন, পশ্চিম তীরে ইসরাইল সরকারের নয়টি বসতি বৈধকরণ এবং হাজার হাজার নতুন ইউনিট নির্মাণের সিদ্ধান্তে তারা “গভীরভাবে উদ্বিগ্ন”।

ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং যুক্তরাষ্ট্রের মন্ত্রীরা বলেছেন, “আমরা এই একতরফা পদক্ষেপের তীব্র বিরোধিতা করি। এটি ইসরাইলি এবং ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলবে এবং আলোচনার মাধ্যমে দ্বি-রাষ্ট্রীয় সমাধান অর্জনের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।”

তারা "মধ্যপ্রাচ্যে একটি ব্যাপক, ন্যায্য এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রচেষ্টার" জন্য তাদের সমর্থন জানিয়েছেন "যা অবশ্যই পক্ষগুলোর মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে অর্জন করতে হবে।"

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রীসভা রবিবার ঘোষণা করে যে, এটি পূর্ব জেরুজালেমে ধারাবাহিক হামলার পর অধিকৃত পশ্চিম তীরে নয়টি বসতির অনুমোদন দেবে। ওই হামলাগুলোর একটিতে তিনজন ইসরাইলি নিহত হয়েছে।

এই বসতিগুলো ইসরাইলি সরকারের অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার যৌথ বিবৃতিতে সই করেন। সোমবারই তিনি ইসরাইলের পরিকল্পনার সমালোচনা করেছিলেন।

ইসরাইলের পদক্ষেপগুলো ব্লিংকেনের এই অঞ্চলে সফরের সময় এসেছে। সফরে তিনি সহিংসতার পরে উত্তেজনা হ্রাসের চেষ্টা করার জন্য বসতি স্থাপনের কার্যকলাপের বিরুদ্ধে স্পষ্টভাবে সতর্ক করেছিলেন।

৪ লাখ ৭৫ হাজারের বেশি ইসরাইলি পশ্চিম তীরে বসতিগুলোতে বাস করে। সেখানে ২৮ লাখ ফিলিস্তিনি বসবাস করে।