তুরস্কে ভূমিকম্পের এক সপ্তাহের বেশি সময় পর এক নারীকে জীবিত উদ্ধার

সোমবার ভোরে দক্ষিণ তুরস্কের কাহরামানমারাসে ভূমিকম্পের ১৮০ ঘন্টা পর ধসে পড়া একটি ভবন থেকে হাতিস আকর নামে এক নারীকে উদ্ধার করে আনছে কাজাখস্তান এবং তুরস্কের তুর্কি উদ্ধারকর্মীরা। ১৩ ফেব্রুয়ারী, ২০২৩।

দক্ষিণ তুরস্কে সোমবার একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করে উদ্ধারকারীরা। এক সপ্তাহেরও বেশি সময় আগে ওই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর, ওই নারীকে জীবিত উদ্ধার করা হল।

গাজিয়ানটেপ প্রদেশের ইসলাহিয়ে শহরে ৪০ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করা হয়েছে, যদিও বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছিলেন, ধসে পড়া ভবনগুলির অবশিষ্টাংশে আর কোনও লোককে জীবিত খুঁজে পাওয়ার আশা নেই।

গাজিয়ানটেপ অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত ২৯,৬০৫ জন নিহত হওয়ার খবর দিয়েছে তুরস্ক কর্তৃপক্ষ।

অন্যদিকে, জাতিসংঘের মানবিক কার্যালয় সোমবার বলেছে, উত্তর সিরিয়ার সীমান্ত জুড়ে, আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪,৩০০ ছাড়িয়েছে। এছাড়া আহতের বেড়ে দাঁড়িয়েছে ৭,৬০০ জনে।

তুরস্কে গত ৬ ফেব্রুয়ারি ভোরে ভূমিকম্প আঘাত হানার পর থেকে চিকিৎসা ও অন্যান্য সাহায্যে এগিয়ে এসেছে আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং সংস্থা।

তবে, সিরিয়ার ভূমিকম্প-বিধ্বস্ত এলাকাগুলিতে সাহায্য পাওয়া একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাইরে থেকে আসা ত্রাণ সামগ্রী তুরস্ক-সিরিয়া সীমান্তে একটি ক্রসিংয়ের মধ্যে সীমাবদ্ধ। সরকার-নিয়ন্ত্রিত এলাকা থেকে বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় মানবিক চালানগুলি প্রবেশের অনুমতি দেওয়ার জন্য এখনো বিভিন্ন পক্ষের সাথে আলোচনা চলছে।

ভিওএ-র তুর্কী সার্ভিস এই প্রতিবেদনটি তৈরি করেছে। এতে এপি থেকে কিছু তথ্য নেয়া হয়েছে।