পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বোমা হামলায় দুই সেনা কর্মকর্তা নিহত

পাকিস্তানের খাইবার এবং বেলুচিস্তান অঞ্চল

পাকিস্তানের সমস্যাসঙ্কুল দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর একটি গাড়িতে বোমাহামলায় সেনাবাহিনীর অন্তত দুইজন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত কোহলু জেলায় শুক্রবার সড়কের পাশে পেতে রাখা এই বোমা হামলার ঘটনাটি ঘটে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী ঐ এলাকায় “ সন্ত্রাসীদের অবাধ কর্মকাণ্ড বন্ধ করার জন্য” সেখানে অভিযানপরিচালনা করছিলো।

নিহত কর্মকর্তাদের মধ্যে সেনাবাহিনীর একজন মেজর ও একজন ক্যাপ্টেন রয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আহত সেনা সদস্যদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ঐ প্রাণঘাতী হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দাবি করেনি। পাকিস্তানের ঐ প্রদেশটিতে বালুচ জাতিগোষ্ঠীর বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নিয়মিত হামলা চলায় ও সড়কের পাশে বোমা পেতে হামলা করে।

কোহলু এলাকাটি বিচ্ছিন্নতাবাদী বালুচ নেতা হিরবায়ের মারির একটি শক্তঘাঁটি বলে পরিচিত। হিরবায়ের মারি অনেক আগে পাকিস্তান থেকে পালিয়ে এসেছেন এবং এখন লন্ডনে বসবাস করছেন বলে জানা গেছে।

ঐ প্রদেশে আরও বেশ কয়েকটি বালুচ বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় এবং প্রায়শই তারা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা পরিচালনা এবং বোমা হামলার কৃতিত্ব দাবি করে।

সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তান ও উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি হামলা বেড়েছে। ঐ অঞ্চল দুইটি সঙ্গে আফগানিস্তানের দীর্ঘ সীমান্ত রয়েছে।

নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানি তালিবান গোষ্ঠী সাম্প্রতিক মাসগুলোতে বেশিরভাগ সহিংসতার দায় স্বীকার করেছে।

পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানের সঙ্গে ইরানেরও সীমান্ত রয়েছে।