লাভরভ খার্তুমে সুদানের সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ৬ফেব্রুয়ারি ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সুনা জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার খার্তুমে সুদানের সামরিক শাসকদের সঙ্গে রাশিয়া ও অন্যান্য বিষয়ে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

সুদানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী আল-সাদিক জানিয়েছেন, সুদান-রাশিয়া সম্পর্কের পাশাপাশি চাদ, দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রসহ প্রতিবেশী সংঘাতপীড়িত দেশগুলোর বিষয়ে খার্তুমের ভূমিকা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

যুক্তরাষ্ট্র ও অন্যান্য ইউরোপীয় দেশের শীর্ষ কূটনীতিকরা সুদানের সামরিক নেতৃবৃন্দ ও গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে দুই দিনের আলোচনা শেষ করার পর পরই লাভরভের এই সুদান সফর।তাঁরা সে দেশটির গণতন্ত্রে উত্তরণের বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছুনোর চেষ্টা চালিয়েছন।

২০২১ সালের অক্টোবর মাসে এক সামরিক অভ্যুত্থানের ফলে সুদানের স্বল্পস্থায়ী গণতান্ত্রিক রূপান্তরের পটপরির্বতন ঘটে। ২০১৯ সালের এপ্রিলে দীর্ঘদিনের শাসক ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পর তার ইসলামপন্থা সমর্থিত দমনমূলক শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান শুরু হয়।

আফ্রিকার বেশ কয়েকটি দেশ সফরের অংশ হিসাবেই লাভরভের এই সফর। তিনি ইতোমধ্যেই মালি এবং মৌরিতানিয়া সফর করেছেন। আফ্রিকার সমৃদ্ধ সম্পদের প্রতি ক্রমবর্ধমান বৈশ্বিক আগ্রহের প্রেক্ষিতে রাশিয়া ঐ মহাদেশের প্রতি তাদের সর্বাধিক আগ্রহ প্রদর্শনের চেষ্টা করছে। লাভরভ এ বছর আফ্রিকায় দ্বিতীয়বার সফরে গেলেন।