পুতিনের জড়িত থাকার ‘ইঙ্গিত’ সত্ত্বেও তদন্তকারীরা এম এইচ সেভেন্টিন দুর্ঘটনার তদন্তের ইতি টেনেছেন

মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান এম এইচ সেভেন্টিন-এর ধ্বংসাবশেষের অক্টোবর ১৩, ২০১৫ ( ফাইল ছবি)

মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান এম এইচ সেভেন্টিন-এর ধ্বংসাবশেষের একটি টুকরো পূর্ব ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের হরাবোভ (গ্রাবোভো) গ্রামের কাছে বিমান দুর্ঘটনার স্থলে স্থানীয় কর্মীরা বহন করছে। ২০ নভেম্বর, ২০১৪। ফাইল ছবি।

বুধবার আন্তর্জাতিক আইনজীবীরা বলেছেন, তারা “শক্ত ইঙ্গিত” পেয়েছেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনে ব্যবহারের অনুমোদন দিয়েছিলেন। ক্ষেপণাস্ত্রটি ২০১৪ সালে পূর্ব ইউক্রেনের ওপর মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট সেভেন্টিন (এম এইচ সেভেন্টিন)-কে গুলি করে।

তবে তারা বলেছেন, পুতিন এবং অন্যান্য রুশ কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণগুলো ওই অপরাধে তাদেরকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট পরিমাণের সুনির্দিষ্ট ছিল না। তারা আরও যাচাইবাছাই ছাড়াই তাদের তদন্ত শেষ করবে।

বেসামরিক বিমান ভূপতিত করার সাথে রাশিয়া জড়িত থাকার কথা অস্বীকার করেছে।ওই দুর্ঘটনায় ২৯৮ জন যাত্রী এবং ক্রু নিহত হয়েছে।

নভেম্বরে একটি ডাচ আদালত দুজন প্রাক্তন রুশ গোয়েন্দা এজেন্ট এবং ইউক্রেনের একজন বিচ্ছিন্নতাবাদী নেতাকে রুশ বিইউকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করতে সাহায্য করার জন্য দোষী সাব্যস্ত করে। ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি বিমানটিকে গুলি করার জন্য ব্যবহৃত হয়েছিল। তাদের অনুপস্থিতিতেই এই বিচারকার্য সম্পন্ন হয়েছে। তারা তিনজন এখনো পলাতক রয়েছেন।

যে সময় বিমানটিকে গুলি করে ভুপাতিত করা হয় সে সময় ইউক্রেনের বাহিনী পূর্ব ইউক্রেনের ডনেটস্ক প্রদেশে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই করছিল।

রাশিয়া যখন ২০১৪ সালের মার্চ মাসে ইউক্রেন থেকে ক্রাইমিয়া দখল করেছিল তখন তারা ডনেটস্ক যুদ্ধে সামরিকভাবে জড়িত থাকার কথা অস্বীকার করেছিল।

কিন্তু নভেম্বরে তিনজনকে দোষী সাব্যস্ত করে ডাচ আদালত যে রায় দেয় সেখানে বলা হয়, রাশিয়া প্রকৃতপক্ষে ২০১৪ সালের মে মাস থেকে ডনেটস্কে বিচ্ছিন্নতাবাদী শক্তির “সার্বিক নিয়ন্ত্রণ”-এ ছিল।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আক্রমণ করে। এটিকে তারা একটি “বিশেষ সামরিক অভিযান” বলে অভিহিত করেছিল। সেপ্টেম্বরে রাশিয়া বলেছিল, তারা ডনেটস্ক এবং ইউক্রেনের আরও তিনটি প্রদেশকে অধিগ্রহণ করেছে।