শিক্ষাক্রম নিয়ে উদ্দেশ্যমূলক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী দীপু মনি

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, “আমাদের শিক্ষাক্রম নিয়ে এতোরকমের কথা বলা হচ্ছে, এর অধিকাংশই মিথ্যাচার। যেখানে ভুল আছে সেখানে আমরা নিশ্চয়ই সংশোধন করেছি এবং করবো। যেখানে চিহ্নিত হবে ভুল, তখনই তা সংশোধন হবে। যে মিথ্যাচার ও অপপ্রচার চলছে, সেটা তো উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে।”

শনিবার (৪ ফেব্রুয়ারি)) দুপুরে চাঁদপুর জেলা স্টেডিয়ামে শেখ কামাল আন্তস্কুল ও মাদরাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, “শিক্ষাক্রম পরিবর্তনের এ ডামাঢোলের মধ্যে যেটা চাপা পড়ে যাচ্ছে; সংবাদমাধ্যমও সেটাকে এড়িয়ে যাচ্ছে। তা হলো, নতুন শিক্ষাক্রমের মাধ্যমে আমাদের পুরো পঠন ও শিখন পদ্ধতি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং এর মধ্যে দিয়ে শিক্ষার্থীরা আনন্দময় শিক্ষা পাচ্ছে এবং সত্যিকার অর্থে ‘করে করে’ (ব্যবহারিকভাবে)শিখছে। যেটি তারা সারাজীবন ধারণ করবে।”

তিনি বলেন, “মূল্যায়ন পদ্ধতিতে যে গুণগত পরিবর্তন এসেছে, এটি সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছেন। এর অর্থ হচ্ছে সবাই একটি ভাসা ভাসা জিনিস নিয়ে কথা বলছি। একজন চিৎকার করছেন এবং অন্যজন তার সঙ্গে গলা মিলাচ্ছেন। এর কোনো অর্থ নেই।”

“শিক্ষাক্রমের যে বিশাল গুণ রয়েছে এবং সেগুলো যে উদ্দেশ্যে করা হয়েছে, সে উদ্দেশ্যেগুলো নিয়ে বরং কথা বলা উচিত। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মিথ্যাচার করা হচ্ছে এবং এগুলো অন্যদের আরও উসকে দেবে;” উল্লেখ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি ।