ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে শনিবারের ড্রোন হামলার জন্য ইরান ইসরাইলকে দায়ী করেছে।
জাতিসংঘে ইরান মিশনের ওয়েবসাইটে পোস্ট করা এক চিঠিতে বলা হয়েছে, ইসরাইল যে “এই আগ্রাসনের প্রচেষ্টা চালানোর জন্য দায়ী” তার প্রাথমিক ইঙ্গিত পাওয়া গিয়েছে।
তবে চিঠিতে সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছিল না।
ইরান জানিয়েছে, তিনটি ড্রোন হামলা চালানো হয়েছে একটি সামরিক কর্মশালাকে লক্ষ্য করে এবং ঐ ড্রোনগুলো মধ্যে দুটিকে ভূপাতিত করা হয়েছে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, হামলায় ঐ ভবনের সামান্য ক্ষতি হয়েছে।
ইসরাইল ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে সম্পর্কিত স্থাপনাগুলিকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।
প্রতিবেদটির কিছু তথ্য এপি এবং এএফপি থেকে নেয়া হয়েছে।