ফেব্রুয়ারির শেষ দিকে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন :আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন যে দুই দিনের সরকারি সফরে ফেব্রুয়ারির শেষ দিকে ঢাকায় আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। তিনি বলেন, “দুই পক্ষ আগামী দিনে সম্পর্ক জোরদার করতে চায়। আমি সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোকে আমন্ত্রণ জানিয়েছি। আমি তাকে বলেছি লিওনেল মেসিকে তার সঙ্গে আনতে “

সোমবার(৩০ জানুয়ারি) আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, “আর্জেন্টিনা ঢাকায় তার মিশন বা কনস্যুলেট খুলতে নীতিগতভাবে সম্মত হয়েছে এবং বাংলাদেশ সরকারেরও আর্জেন্টিনায় একটি মিশন খোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া বাংলাদেশ ইতোমধ্যে ব্রাজিলে একটি মিশন খুলেছে।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আশা করি ভবিষ্যতে আর্জেন্টিনায় বাংলাদেশ একটি মিশন খুলব। বিদেশে মিশন খোলার আগে বাংলাদেশ তিনটি বিষয় বিবেচনা করে। সেগুলো হলো; সেখানে বাংলাদেশি সম্প্রদায়ের আকার, আয়োজক দেশের গুরুত্ব এবং বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ।”

ড. মোমেন বলেন, “আর্জেন্টিনা বাংলাদেশের ভালো বন্ধু এবং সব সময় সমর্থন করে। আর্জেন্টিনার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক।” আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে লেখা সাম্প্রতিক চিঠিতে আব্দুল মোমেন বলেছেন, “আমি বিশ্বাস করি, আমাদের ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও ফুটবলে বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের হৃদয় এক হয়ে গেছে।”