ইরানে আজারবাইজনের দূতাবাসের নিরাপত্তা প্রধানকে হত্যা করেছে বন্দুকধারী

সাংবাদিকরা আজারবাইজানের বাকুতে ইরানি দূতাবাসের সামনে জড়োহয়েছেন। ২৭ জানুয়ারি, ২০২৩।

ইরানে আজারবাইজানের দূতাবাসের নিরাপত্তা প্রধানকে এক বন্দুকধারী হত্যা করেছে।বন্দুকধারী একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে এবং আরও দুইজনকে আহত করেছে।

তেহরানের পুলিশ বলছে, একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

এএফপির মতে সন্দেহভাজন ঐ ব্যক্তি একজন ইরানী যিনি জানান যে তার স্ত্রীকে নয় মাস ধরে দূতাবাসে আটকে রাখা হয়েছে।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ঐ ব্যক্তি দুটি শিশুকে নিয়ে দূতাবাসে প্রবেশ করেছিলেন এবং দূতাবাসে তার হামলা ব্যক্তিগত সমস্যার কারণে হতে পারে।

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।