মোগাদিসুতে আল-শাবাব জঙ্গীদের অবরোধ থেকে মেয়র কার্যালয় মুক্ত করেছে সোমালি বাহিনী

মোগাদিশুতে মেয়রের অফিসের কাছে বিস্ফোরণের পর, অবস্থান নিয়েছে সোমালি পুলিশ সদস্যরা। ২২ জানুয়ারী, ২০২৩।

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর মেয়র কার্যালয়ের কম্পাউন্ডে পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব-এর অবরোধের পর ভবনটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সরকারী বাহিনী।

দেশটির তথ্য, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, রবিবারের হামলায় জড়িত ছয় আল-শাবাব যোদ্ধাকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত ও চারজন আহত হয়েছেন।

সোমালি সরকার বলেছে, আল-শাবাব হামলাকারীরা সরকারি সৈন্যের পোশাক পরে পায়ে হেঁটে কম্পাউন্ডে প্রবেশ করে।

হামলা শুরুর আগে একটি বিস্ফোরণ ঘটানো হয়, তারপর পরই বন্দুকধারীরা ভবনটিতে প্রবেশ করে।

ডেপুটি মেয়র ইস্যু গুরে বলেন, "দুপুর ১২ টার দিকে তারা হামার ওয়েইন (জেলা) মুখি পিছনের গেটে বোমা হামলা চালায়।"

গুরে ভিওএকে বলেন, হামলার সময় মেয়র ইউসুফ হুসেন জিমেল বাদে, স্থানীয় সরকারের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলেই ছিলেন। জিমেল বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

গুরে আরও বলেন, সৈন্যরা সতর্ক ছিল বলে হতাহতের সংখ্যা নিয়ন্ত্রণে ছিল।

গুরে বলেন, নিরাপত্তা বাহিনী কর্মকর্তা ও কর্মচারীদের ভবন থেকে উদ্ধার করেছে। নিহত পাঁচজন বেসামরিক নাগরিকের মধ্যে একজন স্থানীয় সরকারী কর্মী ছিলেন বলে তিনি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, একটি বিবৃতিতে, আল-শাবাব গোষ্ঠীটি, প্রশাসনিক কর্মী, সৈন্য এবং অফিসারসহ ৩৪ জনের মৃত্যুর দাবি করেছে। তবে নিরপেক্ষভাবে সেই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।