পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে ইসরাইলের বেসামরিক নাগরিকের গুলি করে হত্যা

পশ্চিম তীরের রামাল্লার উত্তর-পশ্চিমে এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যার পর, এলাকাটি বন্ধ করে দেয় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ২১ জানুয়ারী, ২০২৩।

অধিকৃত পশ্চিম তীরে একটি বসতি স্থাপনকারী খামারে ছুরিকাঘাতের চেষ্টার পর, শনিবার একজন ইসরাইলি বেসামরিক ব্যক্তি অপর এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করেছে। এই অঞ্চলে সহিংসতা বৃদ্ধির এটাই সর্বসাম্প্রতিক ঘটনা বলে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে।

সামরিক বাহিনী সূত্রে বলা হয়েছে, রামাল্লার উত্তর-পশ্চিমে এসডি ইফ্রাইম ফার্মে একজন ফিলিস্তিনি হামলাকারী, ইসরাইলি এক বেসামরিক নাগরিককে ছুরিকাঘাত করার চেষ্টা করছিল।

তবে ওই "সন্ত্রাসীকে নিরস্ত্র করা হয়েছে," উল্লেখ করে, সেনাবাহিনী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, একজন বেসামরিক লোক এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় আর কেউ হতাহত হয়নি বলে সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে।

এএফপি’র একজন ফটোগ্রাফার দেখেছেন, ফিলিস্তিনি একটি অ্যাম্বুলেন্সকে ওই এলাকায় প্রবেশ করতে বাধা দিচ্ছে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ফিলিস্তিনের কাফর নামার গ্রামের কাছে "দখলদার (ইসরাইল) ৪২ বছর বয়সী তারিক মালির উপর গুলি চালালে, ঘটনাস্থলে তিনি নিহত হন।"

এই বছর এ পর্যন্ত ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়, যাদের বেশিরভাগই ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

এএফপির পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ইসরাইল এবং ফিলিস্তিনি অঞ্চল জুড়ে সহিংসতায় কমপক্ষে ২৬ ইসরাইলি এবং ২০০ ফিলিস্তিনি নিহত হয়।

সর্বসাম্প্রতিক ঘটনা সম্পর্কে বিশদ কোনও বিবরণ দেয়নি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রক। একই স্থানে এক ইসরাইলি প্রহরী অপর এক ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করার প্রায় দুই বছর পর আবারও এই ঘটনা ঘটলো।

২০২১ সালের ফেব্রুয়ারির সেই ঘটনায়, ইসরাইলি সেনাবাহিনী বলেছিল, লোকটি একটি বাড়ি ভাঙার চেষ্টা করছিল। তবে একজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, বাড়িটি তারই জমিতে নির্মিত হয়েছিল।