বুরকিনা ফাসোতে অপহৃতদের মাঝে শিশু, বালিকা ও নারীরা রয়েছেন জানালেন আইনজীবী

বুরকিনা ফাসোর মানচিত্র

তদন্তকারীরা এখন মনে করছেন গত সপ্তাহে বুরকিনা ফাসোতে সন্দেহভাজন জিহাদিরা যে অভিযান চালায় তাতে প্রায় ৬০ জন নারী, বালিকা ও শিশুকে তারা অপহরণ করেছে বলে বৃহস্পতিবার এক আঞ্চলিক আইনজীবী জানিয়েছে।

উত্তর জিবো অঞ্চলের আইনজীবী ইসোফ উয়েদ্রাওগোর এক বিবৃতিতে এর আগে বলেছিলেন যে প্রায় ৫০ জন নারীকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তবে পুলিশ এখন মনে করছে অপহৃতদের মধ্যে মেয়ে ও নবজাতক শিশুরাও রয়েছে।পুলিশ ঘোষণা করেছে যে তারা নতুন করে তদন্ত শুরু করছে।

বুরকিনাবে মুভমেন্ট ফর হিউম্যান রাইটস বুধবার জানিয়েছে, তারা ৬১ জন নারীর একটি 'অসম্পূর্ণ' তালিকা তৈরি করেছে যাদের মধ্যে ১৮ বছর বয়সের কম অন্তত ২৬ জন মেয়ে রয়েছে।

সংস্থাটি কর্তৃপক্ষের প্রতি মানবিক সহায়তা নিশ্চিত করাসহ যে অঞ্চলগুলো হুমকির মুখে রয়েছে সেখানে বসবাসরত মানুষের সুরক্ষায় আরও কিছু করার জন্য আহ্বান জানিয়েছে।

আইনজীবীর বিবৃতিতে আরও বলা হয়, অপহরণের শিকার ব্যক্তিদের বনের ফল ও অন্যান্য খাবার সংগ্রহ করার সময় আটক করা হয়।

নারী ও শিশুদের যে আরবিন্দা শহরের কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তারা নিয়মিতভাবেই জিহাদিদের শিকারে পরিণত হন। ঐ শহরে জিনিষপত্র সরবরাহ ক্রমবর্ধমান হারে দুরূহ হয়ে উঠেছিল ফলে নারীরা খাদ্যের অন্বেষণে বাইরে যেতে বাধ্য হয়েছিলেন।

সোমবার সাহেল অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর রুডোলফ সোরগো বলেন, গোষ্ঠীটিকে খুঁজে বের করার জন্য স্থল ও আকাশে অনুসন্ধানকারী দল কাজ করছে।

ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়দা দলের জিহাদিরা ২০১৫ সাল থেকে বুরকিনা ফাসোতে বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে আসছে।

ঐ সময়ে জিহাদিদের আক্রমণে হাজার হাজার লোক নিহত হয়েছে এবং কমপক্ষে ২০ লক্ষ লোক তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।