কয়েক দিনের ভয়াবহ ঝড়ের পর ক্ষয়ক্ষতির হিসেব করছে ক্যালিফোর্নিয়া

ক্যালিফোর্নিয়ার মারসেদে জমে থাকা পানির ভেতর দিয়ে হাঁটছেন আব্রাহাম আয়ালা নামের এক ব্যক্তি (১০ জানুয়ারি, ২০২৩)

বেশ কয়েকটি ঝড়ে অন্তত ১৯ ব্যক্তি নিহত, অসংখ্য বাড়ি ভেসে যাওয়া ও হাজার হাজার মানুষ বাস্ত্যচ্যুত হওয়ার পর সোমবার ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ সার্বিক ক্ষয়ক্ষতির হিসেব করার চেষ্টা করছে।

সোমবার এই অঙ্গরাজ্যের বৃষ্টি থেকে সাময়িক মুক্ত থাকার কথা ছিল। তবে পূর্বাভাষদাতারা সতর্ক করেন, বৃষ্টিপাত না হলেও ক্যানিয়ন ও খাড়া পাহাড়ে কাদা ও পাথর ধসে পড়ার আশংকা রয়েছে, কারণ ৩ সপ্তাহের টানা বৃষ্টি ও তুষারপাতের পর মাটি আর্দ্র অবস্থায় রয়েছে। লস অ্যাঞ্জেলস কাউন্টি ও আরও বেশ কিছু কাউন্টিতে স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ে জরুরি অবস্থা বলবত্ রয়েছে।

সোমবার সানফ্রানসিসকো থেকে ক্যালিফোর্নিয়ার মধ্যভাগ দিয়ে ছোট আকারের বৃষ্টি সহ ঝড় অব্যাহত ছিল এবং সিয়েরায় পাহাড়ের তলদেশে কয়েক ইঞ্চি তুষারপাত হয়েছে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ ।

প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে আসা কেন্দ্রীয় দুর্যোগের ঘোষণা দেওয়ার অনুরোধে অনুমোদন দেন। ফলে এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মারসেড, স্যাকরামেন্টো ও সান্তা ক্রুজ কাউন্টির পুনরুদ্ধার উদ্যোগে কেন্দ্রীয় তহবিল ব্যবহারের পথ সুগম হল।

২৬ ডিসেম্বর থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ায় ধারাবাহিকভাবে বৃষ্টি সহ ঝড় অব্যাহত রয়েছে।