ইউক্রেনের অ্যাপার্টমেন্ট ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪০ জন নিহত

ইউক্রেনের নিপ্রোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাস্থলটিতে কাজ করছেন জরুরি কর্মীরা, ১৬ জানুয়ারি ২০২৩।

ইউক্রেনের নিপ্রোতে একটি অ্যাপার্টমেন্ট ভবনে চালানো রুশ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪০ জন হয়েছে বলে ইউক্রেনের কর্মকর্তারা সোমবার জানিয়েছেন। জীবিতদের সন্ধানে উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তুপে অনুসন্ধান চালাচ্ছেন।

নিপ্রোপেটরভস্ক এর আঞ্চলিক গভর্নর ভ্যালেনটিন রেজনিশেঙ্কো সামাজিক মাধ্যমে বলেন যে, হামলাটিতে ৭৫ জন আহত হয়েছেন এবং অপর আরও ৩৫ জনের পরিণতি অজানা রয়েছে।

শনিবার ঐ ক্ষেপণাস্ত্র হামলাটি চালানো হয়। ইউক্রেনের বিমানবাহিনী কমান্ড বলেছে যে হামলাটি রাশিয়ার কুর্স্ক অঞ্চল থেকে উৎক্ষেপিত একটি কেএইচ-২২ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হয়। সামরিক কর্মকর্তারা বলেছেন যে, ইউক্রেনের বাহিনী ঐদিন রাশিয়ার উৎক্ষেপিত ৩৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ২১টিকে ভূপাতিত করেছে, কিন্তু কেএইচ-২২ ক্ষেপণাস্ত্রকে মোকাবেলা করার মত কোন ব্যবস্থা ইউক্রেনের কাছে নেই।

ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করার পর থেকে রুশ বাহিনী বারবারই বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।

তবে, এমন কর্মকাণ্ডের কথা রাশিয়ার কর্মকর্তারা বারবার অস্বীকার করেছেন। সোমবারও রাশিয়া একই পথ অবলম্বন করে। এদিন ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ বলেন যে, রুশ বাহিনী “আবাসিক ভবন বা সামাজিক অবকাঠামোতে হামলা চালায় না, তারা সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়”। পেসকভ বলেন যে, নিপ্রোতে যা হয়েছে তা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর কারণে ঘটেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রবিবার তার সান্ধ্যকালীন বক্তব্যে বলেন যে, হামলার ঘটনাটির পর সারা বিশ্ব থেকে সমর্থন প্রকাশের জন্য তিনি কৃতজ্ঞ। তিনি আরও বলেন যে, “সন্ত্রাসের প্রতিক্রিয়ায় সাধারণ মানুষের ঐক্যবদ্ধ থাকাটি খুবই গুরুত্বপূর্ণ”।