ব্রিটিশ গণমাধ্যমের একটি প্রতিবেদনে যে বলা হয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পাকিস্তান থেকে আসা ইউরেনিয়াম-দূষিত পণ্যের একটি চালান জব্দ করা হয়েছে,দক্ষিণ এশিয়ার সেই দেশটি তা প্রত্যাখ্যান করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ বৃহস্পতিবার ভয়েস অফ আমেরিকাকে বলেন, “এ বিষয়ে কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রিপোর্টগুলি যে সত্য নয় সে বিষয়ে আমরা নিশ্চিত।”
এ সপ্তাহের শুরুর দিকে ব্রিটিশ পুলিশ এক বিবৃতিতে জানায়, ২৯ ডিসেম্বর যুক্তরাজ্যে আসা একটি প্যাকেজ নিয়মিত নিরাপত্তা পরীক্ষার পর সেখানে তারা খুব অল্প পরিমাণে দূষিত উপাদান শনাক্ত করেছে।
তবে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেপ্তার করেনি।
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান, প্রথম এই খবর প্রকাশ করে। তারা বলেছে যে পাকিস্তান থেকে এই চালানটি ব্রিটেনের ইরানি নাগরিকদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে ওমান থেকে আসা একটি ফ্লাইটে।
লন্ডন পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী কমান্ডের প্রধান রিচার্ড স্মিথ বুধবার উল্লেখ করেন যে তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ অত্যন্ত কম ছিল এবং জনস্বাস্থ্য বা জনসাধারণের নিরাপত্তার জন্য তা কোনও হুমকি নয়।
স্মিথ আরও জানান যে এই ঘটনার আরও তদন্ত চলছে।
তিনি বলেন, “আমরা অবশ্যই এর উদ্দেশ্য বা এর পেছনে ঠিক কি ছিল তা দেখার জন্য এবং আর কোনও হুমকি যে নেই সে বিষয়ে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমরা (অনুসন্ধানের) প্রতিটি উপায় অনুসরণ করব।”