জাপানের প্রধানমন্ত্রী কিশিদা জি​​​​​​​-সেভেন সফরে কানাডায় রয়েছেন

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর ১১ জানুয়ারি লন্ডন ত্যাগ করেন।

জাপানের প্রধানমন্ত্রী কিশিদা জি-সেভেন সফরে কানাডায় রয়েছেন

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলোচনার জন্য বৃহস্পতিবার কানাডায় রয়েছেন। প্রধানমন্ত্রী কিশিদা গ্রুপ অফ সেভেন বা জি-সেভেন সম্পর্কিত সফর করছেন। মনে করা হচ্ছে জাপান নেতৃস্থানীয় শিল্পোন্নত দেশগুলিকে নিয়ে গঠিত জি-সেভেন -এর পালাক্রমিক প্রেসিডেন্ট পদের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে।

ট্রুডোর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা জি-সেভেন প্রেসিডেন্ট পদে জাপানের অগ্রাধিকারের বিষয়গুলোর পাশাপাশি দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করবেন।

কিশিদা বুধবার লন্ডন সফর করে কানাডার রাজধানী অটোয়ায় পৌঁছান। লন্ডনে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন যা দেশ দুটিকে একে অপরের মাটিতে সেনা বাহিনী মোতায়েন করার অনুমতি দেবে। দু’দেশের মধ্যকার ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্কের ক্ষেত্রে এটা সর্বসাম্প্রতিক পদক্ষেপ।

প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউজে আলোচনার জন্য জাপানের প্রধানমন্ত্রীর শুক্রবার ওয়াশিংটনে আসার কথা রয়েছে।

এই বৈঠকের আগে জাপানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীরা ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। চীনকে নিয়ে অভিন্ন উদ্বেগের মুখে তারা নিরাপত্তা সহযোগিতা চুক্তি করার কথা ঘোষণা করেন।

জি-সেভেন সফরের অংশ হিসেবে কিশিদা ফ্রান্স ও ইতালিও সফর করেছেন।

প্রতিবেদনের কিছু তথ্য নেয়া হয়েছে এপি এবং রয়টার্স থেকে