বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডঃ টেড্রোস আধানম গেব্রিয়েসাস বৃহস্পতিবার বিশ্বস্বাস্থ্য সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে এক বৈঠকে কোভিড-১৯ সম্পর্কে ভালো ও খারাপ দুই ধরনের খবর তুলে ধরেছেন।
তিনি বলেন, “মহামারির চতুর্থ বছরে ক্লিনিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট, টিকা ও চিকিৎসার কারণে বেশ কয়েক বছর আগের চেয়ে বিশ্ব অনেক ভালো অবস্থানে রয়েছে। গত বছরের বেশিরভাগ সময় কোভিড-১৯-এর প্রকোপ কমে গিয়েছিল। বিশ্বময় টিকাদান বৃদ্ধি পেয়েছে এবং অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশে টেকসই অগ্রগতি হয়েছে।
তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, কোভিড-১৯ -এর হুমকি অব্যাহত রয়েছে। তিনি বলেন, “নমুনা পরীক্ষা, চিকিৎসা ও টিকা গ্রহণের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য অব্যাহত রয়েছে। প্রতি সপ্তাহে প্রায় ১০ হাজার মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যায়। বাস্তবে এই সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি।”
টেড্রোস বলেন “বর্তমান কোভিড-১৯ মহামারি সংক্রান্ত চিত্র উদ্বেগজনক। বিশেষ করে উত্তর গোলার্ধের নাতিশীতোষ্ণ অঞ্চলে একটি নতুন সাব-ভেরিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় তীব্রভাবে সংক্রমণ বৃদ্ধি এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর এর চাপ সৃষ্টি করেছে।
তিনি বলেন, নতুন প্রকরণ এক্সবিবি 1 পয়েন্ট 5 বিএ পয়েন্ট2 করোনাভাইরাসের ভ্যারিয়েন্টের দুটি উপ-ভ্যারিয়েণ্ট।
“২০২২ সালের অক্টোবর মাসে এই নতুন প্রকরণটি মূলত সনাক্ত করা হয় যা বর্তমানে ২৯টি দেশে সনাক্ত করা গেছে। তবে কিছু অঞ্চলে এই প্রকরণটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে। টেড্রোস বলেন,ডব্লিউএইচও ঘনিষ্ঠভাবে বিষয়টির দিকে নজর রাখছে।