সেনাবাহিনী জানিয়েছে, ক্যামেরুনে জিহাদিদের হামলায় সৈন্য নিহত

মানচিত্রে ক্যামেরুনের উত্তরাঞ্চল

শুক্রবার সামরিক ও স্থানীয় সূত্র জানিয়েছে, ক্যামেরুনের সুদূর উত্তরে জিহাদিদের অতর্কিত হামলায় একজন সৈন্য নিহত এবং আরেকজন আহত হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দুটি সূত্র এএফপিকে জানিয়েছে, জিহাদি বিদ্রোহীদের দ্বারা বিপর্যস্ত একটি অঞ্চল লাদাউসফ শহরে বৃহস্পতিবার এই হামলার ঘটনাটি ঘটে।

একজন সিনিয়র সেনা কর্মকর্তা বলেন, "একটি সেনা টহলে অতর্কিত হামলা হয়েছিল। তিনি আরও বলেন একজন সৈন্য নিহত এবং অন্য একজন আহত হয়েছে। “হামলাকারীরা অস্ত্র নিয়ে পালিয়ে গেছে”।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কর্তৃপক্ষের একজন প্রতিনিধি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নাইজেরিয়ার বোকো হারাম এবং এর ভিন্নমতাবলম্বী শাখা, পশ্চিম আফ্রিকা প্রদেশে ইসলামিক স্টেট (আইএসডাব্লিউএপি), সাম্প্রতিক বছরগুলিতে উত্তর ক্যামেরুনের পাশাপাশি নাইজেরিয়া, নাইজার এবং চাদের সংলগ্ন অংশগুলিতে নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক লোকজনের বিরুদ্ধে মারাত্মক হামলা চালিয়েছে।

বোকো হারাম ২০০৯ সালে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বিদ্রোহ শুরু করে, পরে তা গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ে।

জাতিসংঘ বলছে, তখন থেকে প্রধানত নাইজেরিয়ায় ৩৬,০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ৩০ লক্ষ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।