গ্রেপ্তারের প্রতিবাদ, অনশন ধর্মঘটে আজারবাইজানীয় অধিকার কর্মী

কারাবন্দী আজারবাইজানীয় মানবাধিকার কর্মী বখতিয়ার হাজিয়েভ। (ফাইল ছবি)

আজারবাইজানের কারাবন্দী মানবাধিকার কর্মী বখতিয়ার হাজিয়েভ প্রায় দুই সপ্তাহ ধরে অনশন করছেন বলে, বাকুতে অপর একজন মানবাধিকার রক্ষক জানিয়েছেন।

রুফাত সাফারভ নামে ওই মানবাধিকার রক্ষক ভিওএ-কে বলেছেন, হাজিয়েভের স্বাস্থ্য অত্যন্ত সংকটজনক পর্যায়ে পৌঁছেছে। সাফারভের মতে, হাজিয়েভের আইনজীবী ২৭ ডিসেম্বর তার সাথে দেখা করে বলেছিলেন, হাজিয়েভ তার ডান বাহুতে অসাড়তা অনুভব করছেন। তিনি আরও বলেছিলেন, হাজিয়েভের রক্তে শর্করার পরিমাণ যথেষ্ট কমে গেছে, এছাড়া তার রক্তচাপও তীব্রভাবে কমে গেছে।

নিরপেক্ষ চিকিৎসক আদিল কাইবুল্লা ভিওএ-কে বলেছেন, নাগরিক সমাজের সদস্যদের অসংখ্য অনুরোধের ভিত্তিতে, বিচার মন্ত্রকের সাধারণ চিকিৎসা বিভাগের অনুমোদনের ভিত্তিতে, মঙ্গলবার তিনি মানবাধিকার কর্মীর সাথেও দেখা করেন।

কাইবুল্লা ছাড়াও সাধারণ চিকিৎসা বিভাগের চিকিৎসকরাও হাজিয়েভের সঙ্গে দেখা করেছেন।

আজারবাইজানীয় আইনজীবী শাহলা হাম্বাতোভা ভিওএ-কে বলেছেন, হাজিয়েভকে বেশ দুর্বল দেখাচ্ছে, কিন্তু তারপরও তিনি অনশন ভাঙতে অস্বীকার করেছেন।

তবে, কারা কর্মকর্তারা বলছেন, হাজিয়েভকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং তার স্বাস্থ্য স্বাভাবিক রয়েছে।

বিশিষ্ট মানবাধিকার রক্ষক বখতিয়ার হাজিয়েভকে গত ৯ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় এবং "গুণ্ডামি" ও "আদালতের প্রতি অসম্মান" দেখানোর অভিযোগে, বিচারের মুখোমুখি না হওয়া পর্যন্ত তাকে ৫০ দিনের জন্য আটকে রাখা হয়েছে।

তবে, হাজিয়েভ সেই অভিযোগ অস্বীকার করে বলেছেন, আন্তর্জাতিক ফোরামে সরকারের সমালোচনাসহ তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্যই তাকে নির্যাতন করা হচ্ছে।

অসংখ্য স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা আজারবাইজানি কর্তৃপক্ষকে হাজিয়েভের গ্রেপ্তারের জন্য নিন্দা করেছে এবং তার মুক্তি দাবি করেছে।

কিন্তু হাম্বাতোভা ভিওএ-কে বলেন, হাজিয়েভ এর চেয়েও বেশি কিছু আশা করেন।

হাম্বাতোভা বলেন, “তিনি স্থানীয় সমাজ, আন্তর্জাতিক সংস্থা এবং আজারবাইজানের দূতাবাসের কাছ থেকে তার বিরুদ্ধে অবৈধতা এবং স্বেচ্ছাচারিতার জন্য কঠোর প্রতিক্রিয়া আশা করেন।"