আর্মেনিয়ান চার্চ - ঢাকার হারিয়ে যাওয়া এক সম্প্রদায়ের চিহ্ন

Your browser doesn’t support HTML5

ঢাকার আরমানিটোলায় অবস্থিত আর্মেনিয়ান চার্চ বাংলাদেশে আর্মেনিয়ানদের বসবাসের ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে। গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার দূরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পাশে অবস্থিত চার্চটি স্থাপিত হয় ১৭৮১ সালে। এই চার্চের ভেতরে আছে আড়াইশ'রও বেশি আর্মেনিয়ান সমাধি, ভিক্টোরিয়ান যুগের শিল্পকর্ম— চার্চের অসামান্য স্থাপত্য আর সমাধি প্রাঙ্গনের নির্জনতা যে কোন দর্শনার্থীকে আকর্ষণ করবে।