পোপ তাঁর ৮৬তম জন্মদিনে দাতব্যে কাজের স্বীকৃতির জন্য পুরস্কার প্রদান করেছেন

ভ্যাটিকানে ৮৬ তম জন্মদিন উদযাপনের সময় রোমের ডায়োসিসের সেমিনারিয়ানদের সাথে পোপ ফ্রান্সিস। ১৭ ডিসেম্বর, ২০২২।

পোপ ফ্রান্সিস শনিবার তাঁর ৮৬তম জন্মদিনে দাতব্য কাজের সাথে যুক্ত তিনজনকে পুরস্কৃত করেছেন। যার মধ্যে একজন গৃহহীন ব্যক্তি ছিলেন, যিনি রাস্তার অন্যান্য গৃহহীন বাসিন্দাদের তাঁর প্রাপ্ত ভিক্ষার অংশ দিয়ে দেন।

পোপ তিনজনকে তাদের বিভিন্ন ধরনের দাতব্য কাজের স্বীকৃতি হিসেবে মাদার তেরেসা পুরস্কার প্রদান করেন। দাতব্য ধর্মপ্রচারক সংঘ মিশনারিজ অফ চ্যারিটির প্রতিষ্ঠাতা, সন্ন্যাসী মাদার তেরেসা ভারতের দরিদ্রতম মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। ১৯৯৭ সালে তিনি মারা যান।

ভ্যাটিকান গৃহহীন ওই ব্যক্তিটির নামের শুধুমাত্র প্রথমাংশ, জিয়ান পিয়েরো এবং তার রাস্তার নাম, উউ বলে উল্লেখ করে।

স্বীকৃতিপ্রাপ্ত অন্য দু’জনের একজন হলেন, হান্না জালউফ নামের একজন সিরিয়ান ফ্রান্সিসকান ধর্মযাজক, যিনি তাঁর দেশে কাজ করেন। অপরজন, ইতালীয় শিল্পপতি সিলভানো পেড্রোলো, যিনি স্কুল নির্মাণ এবং উন্নয়নশীল দেশগুলিতে দরিদ্র জনগোষ্ঠীর কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেয়ার জন্য কাজ করছেন।

ভ্যাটিকানে আয়োজিত একটি অনুষ্ঠানে পুরষ্কার হিসেবে পোপ ফ্রান্সিস একটি কিউব-আকৃতির ফ্রেমে মাদার তেরেসার ছবি সম্বলিত বিশ্বের একটি ছোট গ্লোব তাদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে, পোপ গৃহহীন ব্যক্তির হাতে আলতো চুম্বন করেন এবং সেসময় মাদার তেরেসার গড়ে তোলা প্রতিষ্ঠানের একজন নান পোপের গলায় ফুলের মালা পরিয়ে দেন।

পৃথক আরেকটি আয়োজনে রোমের সেমিনারিয়ানরা তাঁকে জন্মদিনের কেক উপহার দেন। এছাড়া তাঁর জন্মদিনে বিশেষ তেমন কিছু উদযাপন করা হয়নি।

১৯৩৬ সালে বুয়েনস আইরেসে জর্জ মারিও বার্গোগ্লিও নামে জন্মগ্রহণ করেন পোপ ফ্রান্সিস। আগামী মার্চে, তিনি ১৩০ কোটি অনুসারীর রোমান ক্যাথলিক চার্চের প্রধান হিসাবে তাঁর নির্বাচনের দশম বার্ষিকী উদযাপন করবেন।