বেলজিয়ামের ত্রাণ কর্মকর্তা অলিভিয়ে ভান্দেক্সটিলকে “বানোয়াট কিছু অপরাধের” কারণে ইরানে ২৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বুধবার বেলজিয়ামের বিচারমন্ত্রী এ সংবাদ জানান। তিনি বলেন, সরকার তার মুক্তি নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।
বেলজিয়ামের পার্লামেন্টে বিচারমন্ত্রী ভিনসেন্ট ভ্যান কুইকেনবোর্ন বলেছে, গত বছর বেলজিয়ামের ইরানি এক কূটনীতিককে কারাদণ্ড দেয়ার প্রতিশোধ হিসেবে ভান্দেক্সটিলকে এই শাস্তি দেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, “তিনি একজন সহনাগরিক যাকে ফেব্রুয়ারিতে বিনা দোষে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপর থেকে তাকে অমানবিক পরিস্থিতিতে রাখা হয়েছে।”
বেলজিয়াম বারবার বলেছে যে, ৪১ বছর বয়সী ভান্দেক্সটিলকে আটকে রাখার কোনো কারণ নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
গত সপ্তাহে বেলজিয়ামের সাংবিধানিক আদালত ইরান এবং বেলজিয়ামের মধ্যে বন্দি বিনিময় সংক্রান্ত একটি চুক্তি স্থগিত করেছে। তবে ভ্যান কুইকেনবোর্ন বলেছেন, চুক্তিটি আইনত এখনো ভান্দেক্সটিলের জন্য প্রাসঙ্গিক হবে।
এই চুক্তিটিকে তার পরিবার তাকে ফিরে পাবার একমাত্র আশা হিসেবে দেখছিল।বেলজিয়ামের গণমাধ্যম ইঙ্গিত করেছে যে, তাকে আসাদুল্লাহ আসাদির সাথে বিনিময় করা হতে পারে। গত বছর সন্ত্রাসবাদী প্রচেষ্টার জন্য আসাদিকে দোষী সাব্যস্ত করা হয় এবং ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদের (এনসিআরআই) ২০১৮ সালের এক সমাবেশে বোমা হামলার ব্যর্থ পরিকল্পনার জন্য তাকে বেলজিয়ামে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়। (এনসিআরআই) ফ্রান্স ভিত্তিক একটি ভিন্নমতাবলম্বী দল।
ইরান সন্ত্রাসবাদের সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং প্যারিস হামলার অভিযোগকে এনসিআরআই-এর ‘মিথ্যা অভিযোগ’-এর স্টান্ট বলে অভিহিত করেছে। ইরান এনসিআরআইকে একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে।