টিগ্রায়ের রাজধানীতে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার: ইথিওপিয়ার বিদ্যুৎ কোম্পানি

টিগ্রায়ের মেকেলে, একটি গ্রামের কাছে একটি বৈদ্যুতিক পাওয়ার প্ল্যান্টের পাশে একটি বার্লি ক্ষেতে একজন কৃষক ঘুমাচ্ছেন৷ ইথিওপিয়ার বৈদ্যুতিক সংস্থা বলেছে যে তারা রাজধানী শহরটিকে জাতীয় গ্রিডে পুনরায় সংযুক্ত করেছে৷ ২৫ অক্টোবর, ২০১৩। (ফাইল ছবি)

ইথিওপিয়ার বিদ্যুৎ কোম্পানি বলেছে, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর, প্রথমবারের মতো টিগ্রায় অঞ্চলের রাজধানী মেকেলের জাতীয় গ্রিডে পুনরায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার করা হয়েছে।

ইথিওপিয়ার ইলেকট্রিক পাওয়ারের মুখপাত্র মোজেস মেকোনেন ভিওএ-এর টিগ্রিগ্না সার্ভিসকে বলেছেন, টিগ্রায় অঞ্চলের আরও আটটি এলাকায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতের কাজ চলছে। বিবিসির সাথে কথা বলে স্থানীয় বাসিন্দারাও নিশ্চিত করেছেন, এলাকায় "বিদ্যুৎ পুরোপুরি ফিরে আসায়" তারা বেশ আনন্দিত।

ইথিওপিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমও মঙ্গলবার জানিয়েছে, রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।

তবে, ভিওএ-এর পক্ষে তাৎক্ষণিক ভাবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, কারণ ইথিওপিয়ার সরকার সাংবাদিকদের টিগ্রায়ে ঢোকার অনুমতি দেয় না।

২০২১ সালের জুনে সরকারি বাহিনী সেখান থেকে নিজেদের প্রত্যাহার করতে বাধ্য হওয়ার পর থেকে মেকেলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়ে। দুই বছর আগে কেন্দ্রীয় সরকার এবং টিগ্রায় পিপলস লিবারেশন ফ্রন্ট বা টিপিএলএফ-এর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে টিগ্রায়ের বেশিরভাগ এলাকায় টেলিফোন, ইন্টারনেট এবং ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ ছিল।

ত্রাণকর্মীরা বলছেন, পরিষেবার অভাব টিগ্রায়ের মানবিক সংকটকে আরও ভয়াবহ অবস্থায় নিয়ে গেছে। ওই অঞ্চলের ৬০ লাখ জনসংখ্যার মধ্যে অন্তত ৯০ শতাংশের জরুরি সাহায্যের প্রয়োজন।

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার বলেছে, টিগ্রায়ে জরুরি চিকিৎসা সেবা কিংবা উপকরণ পৌঁছে দেয়ার জন্য এখন পর্যন্ত তাদের সেখানে "নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার" নেই।