আল-শাবাব জঙ্গিদের কাছ থেকে ৪টি গুরুত্বপূর্ণ গ্রাম মুক্ত করেছে সোমালি সামরিক বাহিনী

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি পিক-আপ ট্রাকে সোমালি সৈন্যদের চড়তে দেখা যাচ্ছে। ২৭ এপ্রিল, ২০২২। (ফাইল ছবি)

সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, দেশটির সেনাবাহিনী, স্থানীয় মিলিশিয়া গোষ্ঠী সমর্থিত, আল-শাবাব ইসলামি জঙ্গিদের কাছ থেকে বেশ কয়েকটি কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ গ্রামের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। মন্ত্রক স্বীকার করেছে, সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানে বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন।

সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র আবদুল্লাহি আলি আনোদ, শনিবার দেশটির রাজধানী মোগাদিশুতে সংবাদদাতাদের বলেন, স্থানীয়দের সমর্থনে সেনাবাহিনী আল-কায়েদা-অনুষঙ্গী ইসলামি জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের কাছ থেকে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ চারটি গ্রাম দখল করেছে।

মুক্ত করা গ্রামগুলি হল গুলানে, দারুসালাম, হারগা-ধেরে এবং মাবাহ। ওই গ্রামগুলি হিরান এবং মধ্য শাবেল অঞ্চলে অবস্থিত।

সোমালিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোন্নার মতে, এর মধ্যে মাবাহ হল পূর্ব হিরানের শেষ গ্রাম, যেটি আল-শাবাবের নিয়ন্ত্রণে ছিল।

আনোদ বলেন, মধ্য শাবেল অঞ্চলে ছয়জন আল-শাবাব যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া, হিরান অঞ্চলে সেনাবাহিনী এবং জঙ্গি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ১০ জন নিহত হয়।

তিনি স্বীকার করেন, সাম্প্রতিক অভিযানে তিনজন সরকারি সৈন্য আহত হয়েছে; তবে তারা আল-শাবাবের কাছ থেকে ৮০ কিলোমিটারেরও বেশি এলাকা মুক্ত করেছে।

তিনি বলেন, আহত তিন সৈন্যের মধ্যে দু’জনের আঘাত গুরুতর।

মাত্র কয়েকদিন আগে, সোমালি কর্তৃপক্ষ বলেছিল, সোমালিয়ার মধ্য শাবেল অঞ্চলে একটি নতুন অভিযানে কমপক্ষে ৪০ জন আল-শাবাব সন্ত্রাসী নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে।

এর আগে, আল-শাবাব জরুরি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বহনকারী একটি গাড়ী বহরে আক্রমণ করে, যানবাহন পুড়িয়ে দেয় এবং যাত্রীসহ ২০ জনের বেশি লোককে হত্যা করার পর, বিদ্রোহ শুরু হয়।

চলতি বছরের মে মাসে হাসান শেখ মোহামুদ সোমালিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবং জঙ্গিদের বিরুদ্ধে "সর্বাত্মক যুদ্ধ" ঘোষণা করার পর, এই গোষ্ঠীটি তাদের আক্রমণের ধার আরও তীব্র করে।

অন্যদিকে, সোমালিয়ার প্রধানমন্ত্রী হামজা আবদি বারে গত সপ্তাহে বলেছিলেন, নিরাপত্তা অভিযানে গত তিন মাসে আল-শাবাবের প্রায় ৬০০ যোদ্ধা নিহত এবং ১,২০০ জন আহত হয়েছে।