ষোল ব্যান্ড দলের সুরের মূর্ছনায় আচ্ছন্ন হলো ঢাকার হেমন্ত রজনী

ষোল ব্যান্ড দলের সুরের মূর্ছনায় আচ্ছন্ন হলো ঢাকার হেমন্ত রজনী

হেমন্তের সন্ধ্যায়, বাংলাদেশের রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বছরের সবচেয়ে বড় কনসার্ট বাম্বা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট। এতে অংশ নেন নগর বাউল, অর্থহীন, মাইলস, ওয়ারফেইজ, সোলস, রেনেসাঁ, ফিডব্যাক, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিং, ক্রিপটিক ফেইট, পেন্টাগন ও পাওয়ারসার্জ। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত চলে ব্যান্ড মিউজিক ফেস্ট।

আয়োজনটির প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন জানিয়েছেন, নির্ধারিত সময়েই আর্মি স্টেডিয়ামের দরজা খুলে দেওয়া হয়। দুপুর থেকেই শুরু হয় কনসার্ট। চলে মধ্যরাত পর্যন্ত।

আয়োজনের শুরু থেকে কনসার্টটি উপভোগ করেন দর্শক। ‘মাকসুদ ও ঢাকা’ মঞ্চে আসেন ‘বাংলাদেশ’ গানটি নিয়ে। পরে পরিবেশন করে আরও কয়েকটি গান। এরপর মঞ্চে দেখা যায় রেঁনেসাকে। ‘ভালো লাগে জোছনা রাতে’, ‘আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়’সহ আরও কয়েকটি গান শোনায় ব্যান্ডটি। এরপর একে একে মঞ্চে উঠে ক্রিপটিক ফেইট, আর্টসেল, অর্থহীন, সোলস, ওয়ারফেইজ, মাইলস ও নগর বাউল। এই আয়োজন রাজাধানী ঢাকাকে দোলা দিয়ে গেছে, মাতিয়ে গেছে সুরের মূর্ছনায়।