মেসি পেনাল্টি মিস করলেও পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, কাতারের দোহা স্টেডিয়াম ৯৭৪-এ পোল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে বিশ্বকাপের গ্রুপ সি ফুটবল ম্যাচে তার দলের উদ্বোধনী গোল করার পর আনন্দ প্রকাশ করছে। ৩০ নভেম্বর, ২০২২।

বুধবার স্টেডিয়াম ৯৭৪-এ আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি প্রথমার্ধের পেনাল্টিতে ব্যর্থ হলেও বুধবার তাদের শেষ গ্রুপ সি ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছেছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার জয় দক্ষিণ আমেরিকানদের গ্রুপের শীর্ষে নিয়ে গেছে এবং তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর দ্বিতীয় স্থানে থাকা পোল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে।

দ্বিতীয়ার্ধের এক মিনিটে আর্জেন্টিনা লিড নেয় যখন ম্যাক অ্যালিস্টার গোল করেন। তাকে দারুণ এক বল বানিয়ে দেন ফুলব্যাক নাহুয়েল মলিনা। নাহুয়েল মোলিনার ক্রসের প্রান্তে ছিলেন এবং দুর্বল যোগাযোগ সত্ত্বেও, তার শট লাইনের উপর দিয়ে চলে যায়, পোলিশ গোল কিপার ওজিয়েচ সেজেসনিকে পরাজিত করে।

গোলটি আর্জেন্টিনার জন্য একটি ন্যায্য পুরষ্কার ছিল যারা খেলার পুরোটা জুড়েই আধিপত্য বজায় রেখেছিল যখন পোল্যান্ড মাঠে তাদের নিজেদের অর্ধ-গ্রাউন্ড থেকে বের হতেই পারেনি।

দ্বিতীয় গোলটি আসে কিছুটা ধৈর্য ধরে রাখার পর যেখানে আর্জেন্টিনা বলটি চারপাশে ঘুরিয়ে আনে, এনজো ফার্নান্দেজ জুলিয়ান আলভারেজ থ্রু-বল দিয়ে প্রতিরক্ষা ভেঙ্গে দেন । তিনি গোল বক্সের মধ্যে জায়গা পেয়ে বলটিকে উপরের কোণে ছুঁড়ে দিয়েছিলেন।

পোল্যান্ডের বিরুদ্ধে এ ছিল আর্জেন্টিনার ২-০ গোলে জয়লাভ।